ETV Bharat / state

ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:32 AM IST

Updated : Nov 21, 2023, 12:37 PM IST

Fire Breaks Out in Plastic Warehouse: ফোরশোর রোডের জুটমিলের পর 24 ঘণ্টার মধ্যে হাওড়ায় ফের অগ্নিকাণ্ড ৷ এবার ঘুসুরিতে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটল ৷ তিন ঘণ্টার চেষ্টায় গুদামের আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকলের আধিকারিকরা ৷

fire in Howrah
হাওড়ার ঘুসুরিতে প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন

ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন

হাওড়া, 21 নভেম্বর: ফের হাওড়ায় অগ্নিকাণ্ড ৷ এবার ঘুসুরিতে একটি প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল । সোমবার ফোরশোর রোডের জুটমিল আগুন লেগেছিল ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই 24 ঘণ্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ড হাওড়াতে । মঙ্গলবার সকালে ঘুসুড়ির নস্কর পাড়ায় একটি প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরির কারখানা এবং গোডাউনে আগুনটি লাগে । ক্ষনিকের মধ্যেই তা ছড়িয়ে পড়ে । গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায় । এলাকার রাস্তা ছোট হওয়ায় দমকলের গাড়িকে ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে হয় ।

স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে 7টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটেছে । এরপর এলাকার বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেয় ৷ ঘটনাস্থলে একে একে আসে দমকলের চারটি ইঞ্জিন । প্রায় তিন ঘণ্টার চেষ্টায় গুদামের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলের আধিকারিকরা । আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ।

স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র চৌহান বলেন, "সকাল সাড়ে 7টা থেকে 7টা 45 মিনিটের মধ্যে আগুনটি লাগে । সকালে ঘুম থেকে উঠে চারিদিকে ধোঁয়া দেখতে পাই । এরপর বুঝতে পারি গুদামের ছাদে আগুন লেগেছে । তারপর দমকলে খবর দেওয়া হয় ৷ তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে । দীর্ঘ তিন ঘণ্টার পর চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । ছটপুজোর কারণে গুদাম বন্ধ ছিল ৷ তাই গুদামে কর্মীরা কেউ ছিল না । ফলে হতাহতের কোনও খবর নেই ৷" দমকল আধিকারিক রঞ্জনকুমার ঘোষ বলেন, "বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷ কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এলাকায় বৈআইনিভাবে গোডাউন চালালে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন ৷"

উল্লেখ্য, সোমবার ভোর 4টে 45 মিনিট নাগাদ হাওড়ার ফোরশোর রোডে একটি জুটমিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল । ওই ঘটনায় দমকলের তরফে জানানো হয়েছিল, গুদামে প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এনেছিল । এরপর ফের মঙ্গলবার ঘুসুরিতে আগুন লাগার ঘটনা ঘটল ৷ এর জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা । বারবার হাওড়ায় এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা ।

আরও পড়ুন:

  1. ফরশোর রোডের কারখানা থেকে ছড়াল বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন
  2. হাওড়ার তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিন
Last Updated : Nov 21, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.