ETV Bharat / bharat

মুম্বইয়ের 24 তলার আবাসনে আগুন, 135 জনকে উদ্ধার দমকলের

author img

By PTI

Published : Nov 23, 2023, 12:36 PM IST

Fire in Mumbai Residential Building: মুম্বইয়ের 24 তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড বৃহস্পতিবার ৷ বহুতল থেকে 135 জনকে নিরাপদে উদ্ধার করেছে দমকলের আধিকারিকরা ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷

Fire in Mumbai Residential Building
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুম্বই, 23 নভেম্বর: মুম্বইয়ের বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বৃহস্পতিবার ৷ চারঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনল দমকল ৷ ঘটনায় 135 জনকে আবাসন থেকে উদ্ধার করা হয়েছে ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘোড়াপদেও এলাকার মাহাদা কলোনির নিউ হিন্দ মিল কম্পাউন্ডে ৷ 24 তলা এই আবাসিক ভবন ৷ এর তিন তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে ৷ রাত 3টে 40মিনিট সেখানে আগুনের সূত্রপাত হয় ৷ তারপর সেটি অন্য তলায় ছড়িয়ে পরে ৷ ভবনের প্রথম তলা থেকে 24 তলা পর্যন্ত বৈদ্যুতিক মিটারের কেবিন, তার, বৈদ্যুতিক নালীতে থাকা স্ক্র্যাপ সামগ্রী, ময়লা-আবর্জনার মধ্যে আগুন লেগেছে ।

দমকল সূত্রে খবর, এই আবাসনটি সরকারের ৷ সরকার প্রধানত মিল শ্রমিকদের আবাসনে থাকার জন্য ফ্ল্যাট দিয়েছে । ঘটনাস্থলে এসেছে পৌরসভার আধিকারিক ও পুলিশও ৷ পৌরসভার এক আধিকারিক বলেন, "ভবনের বিভিন্ন তলা থেকে অন্তত 135 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে । তাদের মধ্যে 25 জনকে ছাদ থেকে, 30 জনকে 15 তলার একটি ঘর থেকে এবং 80 জনকে বিল্ডিংয়ের 22 তলার একটি ঘর থেকে উদ্ধার করে সরিয়ে নিয়ে আসা হয়েছে ৷ তারা সকলে সুস্থ রয়েছে ৷ তবে আতঙ্কিত ৷"

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর পাঁচটি দমকল ইঞ্জিন ও তিনটি জলের ট্যাঙ্কার এবং অন্যান্য দমকলের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ রাতে আগুন লাগলেও সকাল 7.20 নাগাদ সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি ৷ তবে একটি শর্ট সার্কিট কারণে আগুন লাগতে পারে ৷ এমনটাই দমকেলর প্রাথমিক অনুমান ৷ ঘটনার তদন্তের আগুন লাগার আসল কারণ জানা যাবে ৷ (সংবাদ সূত্র- পিটিআই)

আরও পড়ুন:

বিশাখাপত্তনমে পুড়ে খাক 40টি নৌকা, আগুনের গ্রাসে 30 কোটির সম্পত্তি

চাঁদনি চকের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুর্ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.