ETV Bharat / bharat

P Ravindhranath: মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে রবীন্দ্রনাথের সাংসদপদ ফেরালো সুপ্রিম কোর্ট

author img

By

Published : Aug 5, 2023, 3:39 PM IST

SC Order on AIADMK MP P Ravindhranath Election: হলফনামায় তথ্য বিকৃতির জন্য মাদ্রাজ হাইকোর্টের রায়ে সাংসদ পদ খারিজ হয়ে যায় এআইএডিএমকে থেকে বহিষ্কৃত নেতা পি রবীন্দ্রনাথের ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে ৷ ফলে সাংসদ পদ ফিরে পেলেন রবীন্দ্রনাথের ৷

SC
SC

নয়াদিল্লি, 5 অগস্ট: 2019 সালে তামিলনাড়ুর থেনি লোকসভা আসন থেকে জিতেছিলেন এআইডিএমকে-র পি রবীন্দ্রনাথ ৷ এই নিয়ে একটি মামলায় রবীন্দ্রনাথের সাংসদ পদ ‘বাতিল ও অকার্যকর’ বলে নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট ৷ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বর্তমানে এআইডিএমকে থেকে বহিষ্কৃত রবীন্দ্রনাথ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ সেই মামলার শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও দীপঙ্কর দত্তের বেঞ্চে ৷ রবীন্দ্রনাথের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনৈক পি মিলানি ৷ তাঁকে নোটিশ দিয়েছে আদালত ৷

শুক্রবার ওই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ সেখানে আরও জানানো হয়েছে যে এই স্থগিতাদেশের ফলে সাংসদ হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন পি রবীন্দ্রনাথ ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও শীর্ষ আদালত জানিয়েছে ৷ পি রবীন্দ্রনাথ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভমের ছেলে ৷ তাঁর বিরুদ্ধে মনোনয়নের সময় জমা দেওয়া হলফনামায় তথ্য বিকৃতির অভিযোগ ওঠে ৷ তিনি তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি, পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য সঠিক জমা দেননি বলেও অভিযোগ ৷ সেই অভিযোগেই তাঁর সাংসদপদ খারিজের দাবিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন পি মিলানি ৷

মামলায় দাবি করা হয়, এভাবে তথ্য গোপন করে আসলে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে ৷ এই নিয়ে গত 6 জুলাই মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় ৷ সেখানে আদালত জানায়, স্ক্রুটিনির দিন রিটার্নিং অফিসার পি রবীন্দ্রনাথের মনোনয়নপত্র গ্রহণ করেন ৷ যদিও তখন আরাপ্পোর ইয়াক্কাম নামে একজন আপত্তি তুলেছিলেন ৷ পরে দেখা যায় হলফনামা দিয়ে সেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন ৷ যা নির্বাচনী বিধিনিয়মের বাইরে ৷ রিটার্নিং অফিসারের স্ক্রুটিনির দিনই এই নিয়ে যথাযথ পদক্ষেপ করা উচিত ছিল ৷

রবীন্দ্রনাথ অবশ্য দাবি করেছিলেন, তথ্য সংক্রান্ত এই ভ্রান্তির জেরে নির্বাচনে কোনও প্রভাব পড়েনি ৷ কিন্তু মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দেয় যে এর ফলে প্রভাব পড়েছিল নির্বাচনে ৷ তাই রবীন্দ্রনাথের সাংসদপদ খারিজ করে দেয় ওই আদালত ৷ কিন্তু শনিবার সুপ্রিম কোর্টের রায়ে সেই পদ আবার ফিরে পেলেন পি রবীন্দ্রনাথ ৷ এখন দেখার মামলার শেষে তাঁর ভাগ্যে কী রয়েছে ৷

আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে অধিকাংশ আসনে জেতে ৷ একটি মাত্র আসনে জেতেন পি রবীন্দ্রনাথ ৷ কিন্তু গত জুলাইয়ে এআইডিএডিএমকে প্রধান ই কে পালানিস্বামী দল থেকে পনিরসেলভম ও তাঁর ছেলেকে বহিষ্কার করেন ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখে তিনি বিষয়টি জানিয়েও দেন ৷ তার পর থেকে লোকসভায় নির্দল সাংসদ হিসেবে ছিলেন রবীন্দ্রনাথ ৷ আর এই সিদ্ধান্তের ফলে এআইএডিএমকে-র লোকসভায় কোনও সাংসদই নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.