ETV Bharat / bharat

Sanjay Raut on New Symbol: শিবসেনায় বিপ্লব ঘটাবে নতুন নির্বাচনী প্রতীক, বিশ্বাস সঞ্জয় রাউতের

author img

By

Published : Oct 10, 2022, 5:18 PM IST

সাধারণ মানুষ উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গেই রয়েছে ৷ আজ আদালতে জামিনের আবেদনের শুনানিতে গিয়ে, দলীয় এক নেতাকে এমনটাই জানালেন জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) ৷ সেই সঙ্গে নতুন নির্বাচনী প্রতীক শিবসেনায় বিপ্লব আনবে বলে জানান তিনি (New Symbol will Brings Revolution in Shiv Sena) ৷

Sanjay Raut Claims New Symbol will Brings Revolution in Shiv Sena
Sanjay Raut Claims New Symbol will Brings Revolution in Shiv Sena

মুম্বই, 10 অক্টোবর: আজ সঞ্জয় রাউতের (Sanjay Raut) জামিনের আবেদনের মামলার শুনানি রয়েছে বোম্বে দায়রা আদালতে ৷ সেখানে ইডির তরফে এই আবেদনের বিরুদ্ধে সওয়াল করা হবে ৷ তার আগে এ দিন সঞ্জয় রাউতের সঙ্গে দেখা করতে যান শিবেসেনার এক নেতা ৷ যা নিয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, তাঁরা নির্বাচন কমিশনের নির্দেশে দলের নাম ও প্রতীক দুটোই হারিয়েছেন ৷ তবে, আদালত চত্বরে দাঁড়িয়ে ওই শিবসেনা নেতাকে তিনি জানিয়েছেন, দলের নতুন প্রতীক শিবসেনায় বিপ্লব আনবে (New Symbol will Brings Revolution in Shiv Sena) ৷

আর এ প্রসঙ্গে, সঞ্জয় রাউত ইন্দিরা গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেসের উদারহণ টেনে আনেন ৷ জানান, এমন ঘটনা প্রথমবার নয়, যেখানে একটা দলের নির্বাচনী প্রতীক বদল হচ্ছে ৷ ইন্দিরা গান্ধির সময়েও কংগ্রেসের প্রতীক বদল হয়েছে ৷ মোট তিনবার কংগ্রেসের নির্বাচনী প্রতীক বদলানো হয়েছে ৷ জন সংঘ এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে ৷ তাই এটা নিয়ে চিন্তার কোনও কারণ দেখছেন না শিবসেনার জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ৷ তাঁর মতে, শিবসেনার নতুন নির্বাচনী প্রতীক দলের মধ্যে একটা বিপ্লব ঘটাবে ৷

আরও পড়ুন: উদ্ধবের শিবসেনার প্রতীক হতে পারে ত্রিশূল, উদীয়মান সূর্য অথবা জ্বলন্ত মশাল

তাঁর কথায়, ‘‘সবাই দলের নাম জানে ৷ আর আসল শিবসেনা কারা, তাও মানুষ জানে ৷ আন্ধেরি উপনির্বাচনের (Andheri By-Election) আগে শিবসেনা সহজে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবিরকে সহজে তীরধনুকের প্রতীক ছেড়ে দেবে না ৷’’ প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে একটি জনরোষ রয়েছে বলেও জানান সঞ্জয় রাউত ৷ ফলে সঞ্জয় রাউত মনে করেন, আসন্ন উপনির্বাচনেই স্পষ্ট হয়ে যাবে যে, সাধারণ মানুষের সমর্থন উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিবসেনার সঙ্গেই রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.