ETV Bharat / bharat

Saket Gokhale : যোগী সরকারের বিজ্ঞাপন বিভ্রাটের কারণ জানতে আরটিআই

author img

By

Published : Sep 13, 2021, 7:34 PM IST

Updated : Sep 13, 2021, 7:55 PM IST

Saket Gokhale filed RTI application to UP Government on advertisement controversy
Saket Gokhale : বিজ্ঞাপন বিভ্রাটে উত্তরপ্রদেশ সরকারকে আরটিআই আবেদন সাকেত গোখলের

উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপন বিভ্রাটের কারণ কী ? তার উত্তর চেয়েই এবার আরটিআই আবেদন করলেন সাকেত গোখলে ৷ সোমবার টুইটারে একথা নিজেই জানান সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এই আরটিআই কর্মী ৷

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর : বিজ্ঞাপন বিতর্ক পিছু ছাড়ছে না উত্তরপ্রদেশ সরকারের ৷ কীভাবে ঘটল, এত বড় একটা ভুল ? এবার তারই জবাবদিহি চাইলেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া আরটিআই (RTI) কর্মী সাকেত গোখলে (Saket Gokhale) ৷ উত্তরপ্রদেশ সরকারের কাছে বেশ কয়েকটি প্রশ্নের জবাব চেয়েছেন তিনি ৷ আরটিআই আবেদনের সেই নথি পরে নিজের টুইটার হ্য়ান্ডেলেও শেয়ার করেন সাকেত ৷

আরও পড়ুন : Yogi Adityanath Advt : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার

মূলত তিনটি প্রশ্নের উত্তর সর্বসমক্ষে আনার দাবি তুলেছেন সাকেত গোখলে ৷ তাঁর প্রথম প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকারের ওই বিজ্ঞাপনে যে ভুল করা হয়েছিল, সেই বিজ্ঞাপন কি উত্তরপ্রদেশ সরকারই তৈরি করেছিল ? নাকি সেটা সংশ্লিষ্ট সংবাদপত্রের তৈরি করা ছিল ? সাকেতের দ্বিতীয় প্রশ্ন, অজয় বিশতের (মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পূর্ব নাম) তরফে কে ওই বিজ্ঞাপনটি ছাপার জন্য ছাড়পত্র দিয়েছিলেন ? এছাড়াও, চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট সংবাদপত্রটিতে কে, কোন কোন দায়িত্বে রয়েছেন ? সাকেতের সাফ কথা, গোটা ঘটনায় যদি যোগী সরকার সংবাদমাধ্যমকে বলির পাঁঠা করার চেষ্টা করে, তবে সকলকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ৷

প্রসঙ্গত, রবিবার একটি জনপ্রিয় ইংরেজি সংবাদপত্রে উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় ৷ যোগী আদিত্যনাথ ওরফে অজয় বিশতের আমলে রাজ্য়ের কত উন্নতি হয়েছে, সেটা আমজনতাকে বোঝাতেই এই বিজ্ঞাপন ৷ কিন্তু, বিজ্ঞাপনের ছবির কোলাজে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ছেপেই বিপাকে পড়ে যায় যোগী সরকার ৷ যদিও সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষের দাবি, এতে সরকারের কোনও দোষ নেই ৷ ভুলটা হয়েছে তাদের তরফেই ৷ এমনকী, এই বিষয়ে টুইটে নিজেদের ভুল স্বীকারও করেছে তারা ৷

আরও পড়ুন : Maa Flyover: যোগীর বিজ্ঞাপনের নিন্দায় তৃণমূল-বাম-কংগ্রেস, ভুল মানতে নারাজ বিজেপি !

তবে এটুকুতে ভবি যে ভোলার নয়, তা সাকেতের পদক্ষেপেই স্পষ্ট ৷ ইতিমধ্যেই তৃণমূলের নেতা, সাংসদ-সহ অন্যরা ঘটনার কড়া সমালোচনা করেছেন ৷ সমালোচনা শোনা গিয়েছে বিজেপি-বিরোধী দলগুলির তরফেও ৷ আর এবার ‘আসল’ ঘটনা জানতে তথ্য জানার অধিকার আইনের দ্বারস্থ হলেন আরটিআই কর্মী তথা তৃণমূলের সদস্য সাকেত গোখলে ৷ তাঁর বার্তা স্পষ্ট, সত্যিই সংশ্লিষ্ট সংবাদপত্রের কোনও ভুল হয়েছিল, নাকি যোগী সরকারই গোটা ঘটনার জন্য দায়ী, তাতে সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে ৷ এমনকী, পরিস্থিতির চাপে সংশ্লিষ্ট সংবাদপত্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর সরকার চাপ দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সাকেত ৷ আর সেই কারণেই প্রয়োজনে সংবাদমাধ্যমের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি ৷

Last Updated :Sep 13, 2021, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.