ETV Bharat / bharat

Explosive Sanjay Raut: শিবসেনার নাম ও প্রতীকের জন্য 2 হাজার কোটি টাকা হাত বদল হয়েছে, বিস্ফোরক সঞ্জয় রাউত

author img

By

Published : Feb 19, 2023, 3:52 PM IST

'আসল' শিবসেনার নাম এবং তীর-ধনুক প্রতীকের জন্য দু'হাজার কোটি টাকার আর্থিক চুক্তি করা হয়েছে । এমনটাই রবিবার অভিযোগ করেলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) ৷

Sanjay Raut
সঞ্জয় রাউত

মুম্বই, 19 ফেব্রুয়ারি: বিস্ফোরক দাবি করলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) ৷ রবিবার তিনি অভিযোগ করেছেন, আসল' শিবসেনার নাম এবং তির-ধনুক প্রতীক পাওয়ার জন্য এখনও পর্যন্ত 2 হাজার কোটি টাকার আর্থিক চুক্তি করা হয়েছে ৷ তিনি বলেন, "আমি নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পেয়েছি ৷ আমি আত্মবিশ্বাসী এটি শুধুমাত্র প্রাথমিক পরিসংখ্যান এবং এই পরিসংখ্যান 100 শতাংশ সঠিক ৷"

রাউত এ নিয়ে অনেকগুলি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "এই ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন ৷ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, "এ বিষয়ে শীঘ্রই আরও কিছু তথ্য প্রকাশ করা হবে ৷" সঞ্জয় রাউত জানান, ভারতের নির্বাচন কমিশনের (ইসিএল) দিকে আঙুল তোলার অভিযোগ হিসাবে যেন বিষয়টি দেখা হয় । মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিচ্ছিন্ন দল বালাসাহেবঞ্চি শিবসেনাকে নির্বাচন কমিশন 'শিবসেনা'র নাম এবং 'তির-ধনুক' প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ তার দু'দিন পরে সেনা (ইউবিটি) প্রধান মুখপাত্রের এই চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সাংসদ এবং অন্যদের মঞ্জুর করা 'বিকৃত' জামিন বাতিল করার জন্য শনিবার বম্বে হাইকোর্টে আবেদন করে ৷ তার একদিন পরে রবিবার বিস্ফোরক দাবিগুলি করলেন সঞ্জয় রাউত। তাঁকে 1 অগস্ট দুর্নীতি ও পাত্রওয়ালা চাল চুক্তি সংক্রান্ত তছরুপের মামলায় বেআইনি অর্থের লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। 9 নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। আসল নাম-প্রতীক হারানোর পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে সেনা (ইউবিটি) সোমবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছে। সঞ্জয় রাউত কিংবদন্তি তুকারাম বি সাঠের একটি ছবিও শেয়ার করেছেন তাঁর টুইটের সঙ্গে ৷

প্রসঙ্গত, শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শিবসেনার নাম এবং দলের প্রতীক তির ও ধনুক ব্যবহার করতে পারবে শিন্ডে শিবির ৷ 1966 সালে বালাসাহেব ঠাকরের নেতৃত্বে প্রতিষ্ঠিত দলের কর্তৃত্ব এই প্রথমবার হারালেন ঠাকরে পরিবার ৷ ছয় মাস আগে শিন্ডের দায়ের করা পিটিশনের উপর সর্বসম্মত হয়ে এই আদেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: পাওয়ারের মতোই কংগ্রেসও চায় উদ্ধব কমিশনের সিদ্ধান্ত মেনে ভোটে লড়াই করুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.