ETV Bharat / bharat

Anubrata Mondal in Tihar Jail: তিহাড়েই যাচ্ছেন কেষ্ট, সঙ্গে শুধু ওষুধ নিয়ে যাওয়ার অনুমতি

author img

By

Published : Mar 21, 2023, 4:37 PM IST

Rouse Avenue Court give 13 Days Jail Custody for Anubrata Mondal in WB Cattle Smuggling Scam
অনুব্রতকে নিয়ে যেতে হাজির প্রিজন ভ্যান

গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) অনুব্রত মণ্ডলকে 13 দিনের জেল হেফাজতে (13 Days Jail Custody for Anubrata Mondal) পাঠানোর নির্দেশ দিল দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত (Rouse Avenue Court) ৷ এবার থেকে কেষ্টর ঠিকানা হবে তিহাড় জেল (Tihar Jail) ৷

নয়াদিল্লি, 21 মার্চ: তিহাড় জেলেই (Tihar Jail) যাচ্ছেন অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলবার তাঁকে 13 দিনের জন্য বিচার বিভাগীয় বা জেল হেফাজতে (13 Days Jail Custody for Anubrata Mondal) পাঠানোর নির্দেশ দেয় দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত (Rouse Avenue Court) ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সংশ্লিষ্ট বিচারকের চেম্বারে অনুব্রত মণ্ডলের শুনানি হয় ৷ ইডির তরফে অনুব্রতকে মণ্ডলকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হয় ৷ কিন্তু, বিচারক 13 দিনের হেফাজত মঞ্জুর করেন ৷ তাঁর যুক্তি ছিল, সোমবারই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে একই মামলায় 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে ৷ সেক্ষেত্রে অনুব্রতকে 13 দিনের হেফাজতে পাঠানো হলে দু'জনের ক্ষেত্রেই পরবর্তী শুনানির দিন ধার্য হবে আগামী 3 এপ্রিল ৷ ওই দিন ইডির তদন্তকারীদের আদালতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য পেশ করতে হবে ৷ তার ভিত্তিতে আদালত পরবর্তী পদক্ষেপ করবে ৷

এদিকে, দিল্লি আসার সময় অনুব্রতর সঙ্গে ছিল চারটি বড় ব্যাগ ৷ সেই ব্যাগে অনুব্রতর ব্যক্তিগত বহু জিনিস রয়েছে ৷ কিন্তু, নিয়ম অনুসারে সেই ব্যাগ নিয়ে জেলে ঢুকতে পারবেন না অনুব্রত ৷ তাই আপাতত সেগুলি ইডির কাছেই থাকবে ৷ তবে, যেহেতু তিনি অসুস্থ, তাই সঙ্গে প্রেসক্রিপশন থাকলে, সেই প্রেসক্রিপশনে লেখা ওষুধ জেলের ভিতর নিয়ে যেতে পারবেন অনুব্রত মণ্ডল ৷ এর বাইরে অনুব্রতর কোনও চিকিৎসার প্রয়োজন হলে জেল হাসপাতালেই তাঁর চিকিৎসা করা হবে ৷ এদিনের শুনানির পর অনুব্রতকে আদালতের একতলার লক-আপে রাখা হয় বেশ কিছুক্ষণ ৷ ততক্ষণে আদালতের বাইরে পৌঁছে যায় প্রিজন ভ্য়ান ৷ সেই প্রিজন ভ্যানেই অনুব্রতকে জেল পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷

প্রসঙ্গত, এই মুহূর্তে মণীশ কোঠারি ছাড়াও তিহাড় জেলে রয়েছেন গরুপাচার মামলায় ধৃত আরও তিনজন ৷ এঁরা হলেন, অনুব্রতর এক সময়ের দেহরক্ষী সায়গল হোসেন, গরুপাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হক ও বিএসএফ আধিকারিক সতীশ কুমার ৷ এবার সেই 'একই ছাদের নীচে' থাকবেন অনুব্রতও !

উল্লেখ্য, গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) অনুব্রত গ্রেফতার হন গত বছরের অগাস্ট মাসে ৷ তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ পরবর্তীতে এই মামলার আর্থিক দুর্নীতি নিয়ে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ আদালতের কাছে অনুব্রতকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি নিয়ে আসার আবেদনও তারাই জানিয়েছিল ৷ আদালত সেই দাবি মঞ্জুর করে এবং বিস্তর টালবাহানার পর অবশেষ অনুব্রতকে দিল্লি আনতে সক্ষম হয় ইডি ৷

আরও পড়ুন: ফের দিল্লিতে সুকন্যাকে ইডির তলব, হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

দিল্লিতে আনার পর দুই দফায় মোট 14 দিনের জন্য (প্রথমে তিনদিন ও তারপর আরও 11 দিন) অনুব্রতকে হেফাজতে নেয় ইডি ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হয় মঙ্গলবার ৷ আইনজ্ঞ মহলের তরফে আগেই জানানো হয়েছিল, এবার অনুব্রতর তিহাড়যাত্রা একপ্রকার নিশ্চিত ৷ কারণ, 14 দিনের বেশি অনুব্রতকে নিজেদের হেফাজতে রাখতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এমনকী, গোয়েন্দারা যদি অনুব্রতকে ফের জেরা করতে চান, তাহলে তাঁদেরও জেলে গিয়েই অনুব্রতর সঙ্গে কথা বলতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.