ETV Bharat / state

Cattle Smuggling Scam: ফের দিল্লিতে সুকন্যাকে ইডির তলব, হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

author img

By

Published : Mar 18, 2023, 1:47 PM IST

Sukanya Mondal
সুকন্যা মণ্ডল

গরুপাচার মামলায় তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি ৷ তিনি এখন দিল্লিতে ৷ 15 মার্চ তাঁর মেয়ে সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি ৷ অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি ৷ ফের 20 মার্চ হাজিরা দিতে সমন পাঠিয়েছে ইডি (ED summons Sukanya Mondal) ৷

কলকাতা, 18 মার্চ: সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইডি ৷ কোটি কোটি টাকার গরুপাচার দুর্নীতিতে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ৷ এর মধ্যে 14 মার্চ তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি ৷ 15 মার্চ অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লির সদর দফতরে তলব করেছিল তদন্তকারী সংস্থা ৷ কিন্তু মণীশ কোঠারির গ্রেফতারির পরদিন সকালে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে মেল করেন এবং হাজিরা এড়িয়ে যান ৷ এবার তা করলে ফল ভালো হবে না বলেই ইঙ্গিত দিয়েছে ইডি (ED hints at tough action if Sukanya Mondal avoids ED appearance in Delhi) ৷

15 মার্চের হাজিরা এড়াবার পর 20 মার্চ সুকন্যাকে তলব করে দ্বিতীয় বার নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এবারও অনুব্রত-কন্য়া তাঁর আইনজীবী মারফত গরুপাচার মামলার তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন ৷ সুকন্যা জানিয়েছেন, তিনি অসুস্থ ৷ তাঁর সাত দিন সময় লাগবে ৷ এবার ইডি তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে ৷ শুক্রবার তাঁকে একটি পালটা নোটিশ পাঠিয়েছে সংস্থা ৷ তাতে সোমবার সুকন্যাকে দিল্লির ইডি কার্যালয়ে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে ৷ বীরভূমের জেলা সভাপতির মেয়েকে ইডি জানিয়েছে, এবার না এলে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হবে ৷ সেই অনুযায়ী আইন মেনে কঠিন পদক্ষেপ করবে তারা ৷

আরও পড়ুন: দুর্নীতির দায় কার ? একে-অপরকে দুষছেন কেষ্ট-মণীশ !

ইডি সূত্রে জানা গিয়েছে, 20 মার্চ দিনটি তদন্তকারী সংস্থার কাছে খুব গুরুত্বপূর্ণ ৷ এদিন গরুপাচার মামলায় অন্যতম মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে ৷ 21 মার্চ অর্থাৎ এর পরদিন তৃণমূলের দাপুটে নেতার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে যাওয়ার কথা ৷ ইডির আইনজীবী অনুব্রত মণ্ডলকে আরও বেশ কিছুদিন হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন ৷

ইডির এক আধিকারিক বলেন, "গরুপাচার মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে 20 মার্চ দিনটি গুরুত্বপূর্ণ ৷ এদিন অনুব্রত ও সুকন্যাকে একসঙ্গে জেরা করা হবে ৷" প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি ৷ 7 মার্চ রাতে দিল্লিতে পৌঁছন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ৷ এরপর 14 মার্চ তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে (Manish Kothari, the personal chartered accountant of Anubrata Mondal) গ্রেফতার করে ইডি ৷ ইতিমধ্যে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এই মামলায় তিহার জেলে বন্দি ৷

আরও পড়ুন: অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির ইডি দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.