ETV Bharat / bharat

Justice D Y Chandrachud: কীভাবে সুপ্রিম কোর্টের এজলাস পর্যন্ত পৌঁছলেন বিচারপতি চন্দ্রচূড় ?

author img

By

Published : Oct 11, 2022, 7:49 PM IST

সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (Next Chief Justice of India) হচ্ছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice D Y Chandrachud) ৷ কে তিনি ? দেশের পরবর্তী সুপ্রিম প্রধানের সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরল ইটিভি ভারত ৷

Profile of Justice D Y Chandrachud who can be next Chief Justice of India
Justice D Y Chandrachud: কীভাবে সুপ্রিম কোর্টের এজলাস পর্যন্ত পৌঁছলেন বিচারপতি চন্দ্রচূড় ?

নয়াদিল্লি, 11 অক্টোবর: ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (Next Chief Justice of India) হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice D Y Chandrachud) ৷ আমজনতা থেকে শুরু করে নাগরিক সমাজ, সকলের মধ্যেই যথেষ্ট জনপ্রিয় তিনি ৷ কিন্তু, কে এই বিচারপতি চন্দ্রচূড় ?

বিচারপতি চন্দ্রচূড়ের পুরো নাম ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (Dhananjaya Yeshwant Chandrachud) ৷ তাঁর জন্ম 1959 সালের 11 নভেম্বর ৷ পারিবারিক সূত্রেই আইনি পেশায় এসেছিলেন বিচারপতি চন্দ্রচূড় ৷ তাঁর বাবা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়ও ভারতের প্রধান বিচারপতি ছিলেন ৷ বস্তুত, এখনও পর্যন্ত প্রধান বিচারপতির পদে তিনিই সবথেকে বেশিদিন দায়িত্বভার পালন করেছেন ৷ বিচারপতি চন্দ্রচূড়ের মা প্রভা একজন শিল্পী ৷ ধ্রুপদী সঙ্গীত নিয়ে চর্চা করেন তিনি ৷

আরও পড়ুন: দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, জানালেন বর্তমান প্রধান বিচারপতি

উল্লেখ্য, এর আগে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ পাশাপাশি, বম্বে হাইকোর্টেও বিচারপতিও দায়িত্ব পালন করেছেন তিনি ৷ বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের (National Legal Services Authority) চেয়ারম্যান পদে রয়েছেন বিচারপতি চন্দ্রচূড় ৷ তিনি যদি দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত হন, তাহলে এই প্রথম প্রধান বিচারপতির পদে বসার রেকর্ড তৈরি করবে বাবা-ছেলের জুটি ! সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর মাসেই প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি চন্দ্রচূড় ৷

কিশোর বয়সে বিচারপতি চন্দ্রচূড়ের স্কুল জীবন কেটেছিল যথাক্রমে মুম্বইয়ের ক্যাথিড্র্যাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং দিল্লির সেন্ট কলম্বিয়া স্কুল ৷ 1979 সালে দিল্লিরই সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক হন তিনি ৷ অর্থনীতি এবং অঙ্কে অনার্স ছিল তাঁর ৷ এরপর 1982 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের 'ফ্যাকাল্টি অফ ল' থেকে আইন নিয়েও স্নাতক হন তিনি ৷ পরের বছর (1983 সাল) হার্ভার্ড ল' স্কুল থেকে আইন নিয়ে স্নাতকোত্তরের পাঠ শেষ করেন ৷ বিদেশে পড়াশোনা করার সময় 'ইনল্যাক্স স্কলারশিপ' (Inlaks Scholarship) পেয়েছিলেন চন্দ্রচূড় ৷ 'জোসেফ এইচ বিল পুরস্কার'ও লাভ করেন তিনি ৷ পরবর্তীতে 1986 সালে জুডিসিয়াল সায়েন্স নিয়ে পিএইচডি শেষ করেন বিচারপতি চন্দ্রচূড় ৷ এর জন্য তাঁকে হার্ভার্ডে থাকতে হয়েছিল ৷

ভারতে ফেরার পর বম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন চন্দ্রচূড় ৷ 1998 সালের জুন মাসে বম্বে হাইকোর্ট তাঁকে সিনিয়র অ্য়াডভোকেটের স্বীকৃতি দেয় ৷ ওই একই বছর তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পান ৷ 2000 সালের 29 মার্চ তাঁকে বিচারপতি পদে উন্নীত করে বম্বে হাইকোর্ট ৷ এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার আগে পর্যন্ত তিনি ওই পদে ছিলেন ৷ সেই দিনটা ছিল 2013 সালের 31 অক্টোবর ৷ এরপর 2016 সালের 13 মে শীর্ষ আদালতের বিচারপতি পদে তাঁর নিয়োগ হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.