ETV Bharat / bharat

G20 Summit in Delhi: 'ভারত আপনাদের স্বাগত জানাচ্ছে', জি20 শীর্ষ সম্মেলনে ইঙ্গিতবহ মন্তব্য মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 11:48 AM IST

Updated : Sep 9, 2023, 2:40 PM IST

শনিবার থেকে দু'দিনের জি20 শীর্ষ সম্মেলন শুরু হয়েছে দিল্লিতে ৷ সকালে এই শীর্ষ সম্মেলনের ভাষণে সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতা, অন্য অতিথিদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানও সম্ভব বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: "ভারত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে", জি20 শীর্ষ সম্মেলনের সূচনায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার থেকে দিল্লিতে এই সম্মেলন শুরু হয়েছে ৷ ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অন্য তাবড় রাষ্ট্রনায়ক, আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা ৷

এদিন সেশন-1-এর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান ৷ তিনি বলেন, "বিশ্ববাসী মরক্কোর সঙ্গে রয়েছে" ৷ এরপর তিনি উপস্থিত জি20 সদস্য, অন্য অতিথিদের শুভেচ্ছা জানান এবং তখনই দেশের হয়ে ইন্ডিয়া না বলে 'ভারত' শব্দটি উচ্চারণ করেন ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশ এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ৷ কারণ বিশ্বে ভারত ইন্ডিয়া নামেই বিশেষ পরিচিত ৷

  • #WATCH | G 20 in India | PM Modi at the G 20 Summit says "Before we start the proceedings of G20, I want to express my condolences over the loss of lives due to an earthquake in Morocco. We pray that all injured recover at the earliest. India is ready to offer all possible… pic.twitter.com/ZTqcg11cKI

    — ANI (@ANI) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন তিনি বিশ্বের সংকটের কথা মনে করিয়ে দেন ৷ করোনা অতিমারী থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পৃথিবীতে বিশ্বাসের অভাব আরও জোরালো হয়েছে ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "কোভিড-19-এর পর বিশ্বে বিশ্বাসের অভাব দেখা দিয়েছে ৷ এরপর যুদ্ধ এই অভাবের সংকটকে আরও গভীর করেছে ৷ আমরা যদি কোভিডকে পরাজিত করতে পারি, তাহলে নিজেদের মধ্যে বিশ্বাসের জোরে এই সংকটককেও কাটিয়ে উঠতে পারব ৷"

আরও পড়ুন: জি20 সম্মেলনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আসছেন বিশ্বনেতারাও

তিনি আশ্বাস দেন, ভারত জি20 সভাপতিত্ব করছে ৷ বিশ্বকে একসঙ্গে চলার আহ্বান জানাচ্ছে ৷ এভাবেই এই বিশ্বাসের অভাবকে ভরসায় পরিবর্তিত করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷ এখানে উঠে আসে 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস'-এর কথাও ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "এই মন্ত্র সবার জন্য একটি পথপ্রদর্শক হয়ে উঠবে ৷"

এদিন দুনিয়ার সাম্প্রতিক চ্যালেঞ্জগুলির কথাও তিনি উত্থাপন করেন ৷ বিশ্বের অর্থব্যবস্থায় ওঠানামা, উত্তর ও দক্ষিণের মধ্যে বিভাজন, পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব, খাদ্য, জ্বালানি ও সারের ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ ও সাইবার সুরক্ষার বিষয়, স্বাস্থ্য, শক্তি ও জলের নিরাপত্তা এখন দুনিয়ার সামনে চ্যালেঞ্জ ৷ এই বর্তমান বিশ্বকে নিয়েই আগামী প্রজন্মের জন্য চ্যালেঞ্জগুলির সমাধানের দিকে এগিয়ে যেতে হবে বলে জানান প্রধানমন্ত্রী মোদি ৷

সম্মেলন শুরুর আগে শুক্রবার রাতে উত্তর আফ্রিকার মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে অন্ততপক্ষে 296 জনের মৃত্যু হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালেই টুইট করে শোকবার্তা জানিয়েছেন ৷ আজ প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তৃতায় কোভিড-19 প্রসঙ্গ উত্থাপন করেন ৷ উল্লেখ করেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও ৷

আরও পড়ুন: জি20 নৈশভোজে মৃদঙ্গ বাজাবে 12 বছরের দক্ষ, ইটিভি ভারতের মুখোমুখি খুদে শিল্পী

জি20 সভাপতিত্ব ভারতের মধ্যে এবং বাইরে 'ইনক্লুশন' অর্থাৎ অন্তর্ভুক্তির প্রতীকে পরিণত হয়েছে ৷ এটা ভারতে পিপলস জি20 অর্থাৎ মানুষের জি20-তে রূপান্তরিত হয়ে গিয়েছে ৷ কোটি কোটি ভারতীয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে ৷ 60টিরও বেশি শহরে 200টিরও বেশি বৈঠক হয়েছে ৷

Last Updated : Sep 9, 2023, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.