ETV Bharat / bharat

G20 Summit in Delhi: জি20 নৈশভোজে মৃদঙ্গ বাজাবে 12 বছরের দক্ষ, ইটিভি ভারতের মুখোমুখি খুদে শিল্পী

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 11:00 PM IST

Updated : Sep 9, 2023, 9:55 AM IST

12 year old boy to play Mridangam in G20 summit in Delhi: শনিবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে 2 দিনের জি20 শীর্ষ সম্মেলন ৷ প্রথম দিন রাষ্ট্রপ্রধান-সহ অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি ৷ সেই অনুষ্ঠানে মৃদঙ্গ বাজাবে 12 বছরের স্কুল পড়ুয়া বি দক্ষ ভূপতি ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হল সে ৷

ETV Bharat
বি দক্ষ ভূপতি

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে জি20 শীর্ষ বৈঠক শুরু হচ্ছে শনিবার থেকে ৷ বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ জি20 শীর্ষ বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মানে শনিবার রাতে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারত মণ্ডপমে আয়োজিত এই নৈশভোজের অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় 400 জন অতিথি-অভ্যাগত ৷ শনিবার রাতের এই অনুষ্ঠানে এক মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়েছে ৷

এই বিশেষ সঙ্গীত অনুষ্ঠানে মৃদঙ্গ বাজাবে 12 বছরের স্কুল পড়ুয়া বি দক্ষ ভূপতি ৷ দিল্লির সামারভিল স্কুল, বসুন্ধরা এনক্লেভের অষ্টম শ্রেণির ছাত্র এই পড়ুয়া ৷ এই অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট 78 জন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ যাদের মধ্যে অন্যতম দিল্লির এই স্কুল পড়ুয়া ৷ অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে সিসিআরটি স্কলারশিপ পাওয়া এই স্কুল পড়ুয়াই বয়সে সবচেয়ে ছোট ৷ শনিবার প্রায় 9 ঘণ্টা ধরে এই অনুষ্ঠান হবে ৷ এই অনুষ্ঠানে অংশ নিতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংগীত নাটক অ্যাকাডেমির চেয়ারম্যান, সেক্রেটারি ও স্কুলের প্রিন্সিপ্যাল ও তার গুরুকে ধন্যবাদ জানিয়েছে খুদে এই শিল্পী ৷

আরও পড়ুন: দিল্লিতে পৌঁছেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

দক্ষ জানিয়েছে, রিহার্সালের সময় সরকারি আধিকারিকরা তাদের জানিয়েছেন ভারত মণ্ডপমে নৈশভোজের সময় ওই কনসার্ট হবে ৷ মধুর আহার ও মধুর সংগীত এই থিমের উপর ভিত্তি করে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে ৷ অতিথিরা ভোজের সময়েই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন ৷ এই বিশেষ দিনের জন্য 9 দিন ধরে তাদের রিহার্সাল হয়েছে বলে এই খুদে বাদ্যযন্ত্র শিল্পী জানিয়েছে ৷ ভারত মণ্ডপমেই রিহার্সাল চলেছে 5-6 ঘণ্টা ধরে প্রতিদিন ৷ দক্ষ জানিয়েছে, গত 31 অগস্ট সে আমন্ত্রণ পায় এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৷

দক্ষের গুরু তার বাবা তালমনি পি বি ভূপতি ৷ উনি জানিয়েছেন, চার পুরুষ ধরে তাঁর পরিবার সংগীত চর্চার সঙ্গে যুক্ত ৷ দক্ষ পঞ্জম প্রজন্মের প্রতিনিধি ৷ 4 বছর বয়স থেকেই মৃদঙ্গ বাজতে শুরু করেছিল দক্ষ ৷

Last Updated : Sep 9, 2023, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.