PM Modi in Germany: ইউরোপ সফরের শুরুতে আজ জার্মানিতে মোদি, কথা হবে নবনির্বাচিত চ্যান্সেলর স্কোলজের সঙ্গে

author img

By

Published : May 2, 2022, 10:41 AM IST

PM Modi in Germany for talks with Chancellor Olaf Scholz, co-chair 6th IGC

ইউরোপ সফরের শুরুতে আজ জার্মানিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Germany)৷ সেখান তাঁর কথা হবে নবনির্বাচিত ওলাফ স্কোলজের সঙ্গে ৷

বার্লিন, 2 মে: ইউরোপ সফর শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সফরের শুরুতেই সোমবার তিনি পৌঁছচ্ছেন জার্মানিতে (PM Modi in Germany)৷ সে দেশের নবনির্বাচিত চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ ঘটতে চলেছে নমোর ৷

ভারত-জার্মানি ষষ্ঠ ইন্টার গভর্নমেন্টাল কনসাল্টেশন (IGC)-এর নেতৃত্বে থাকবেন মোদি ও স্কোলজ ৷ একমাত্র জার্মানিতেই ভারতের আইজিসি রয়েছে ৷ প্রতি দু বছর অন্তর এই বৈঠক সম্পন্ন হয় ৷ ষষ্ঠ আইজিসি-তেও (6th IGC) প্রধানমন্ত্রী নমো ও চ্যান্সেলর স্কোলজ এবং দু দেশের শীর্ষ সংস্থাগুলির সিইও-দের সঙ্গে উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠক হতে চলেছে ৷ আইজিসি-তে অংশ নেওয়ার পাশাপাশি জার্মানিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন নমো ৷ তিন রাষ্ট্রে সফর শুরুর আগে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, বার্লিন সফরে চ্যান্সেলর স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকছে ৷

2001 সালে কৌশলগত বন্ধুত্ব গড়ে ওঠে ভারত ও জার্মানির মধ্যে ৷ তার পরের তিন দফার আইজিসি বৈঠকের পর সেই সম্পর্ক আরও দৃঢ় হয় ৷ শেষবার পঞ্চম আইজিসি বসেছিল 2019 সালের 31 অক্টোবর থেকে 1 নভেম্বর ৷ সেখানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ৷ এরপর কোভিড 19-এর কারণে ফের আইজিসি বসতে বিলম্ব হয় ৷

আরও পড়ুন: Europe Tour of Narendra Modi : 2-4 মে জার্মানি-ডেনমার্ক-ফ্রান্স সফরে মোদি, উঠবে ইউক্রেন-রাশিয়া প্রসঙ্গ !

তবে শুধু আইজিসি-ই নয়, দেশে শিল্প আনতে একটি বিজনেস রাউন্ডটেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন মোদি ৷ কোভিড পরবর্তী অধ্যায়ে দেশে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করাই তাঁর লক্ষ্য ৷

মঙ্গলবার ডেনমার্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ৷ সেখানেও গুরুত্বপর্ণ কয়েকটি বৈঠর সারার পর তিনি যাবেন প্যারিস ৷ সেখানে নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ-র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নমোর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.