ETV Bharat / bharat

100th Episode of Mann Ki Baat: মন কি বাতের 100তম এপিসোডে নাগরিকদের সরাসরি যোগদানের আহ্বান মোদির

author img

By

Published : Apr 30, 2023, 10:05 AM IST

PM Modi
নরেন্দ্র মোদি

মন কি বাতের 100তম এপিসোডে সাধারণ নাগরিকদের সরাসরি যোগদানের জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 30 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'- অনুষ্ঠানের আজ 'ঐতিহাসিক' 100তম পর্ব ৷ বেলা 11টার সময় এই বিশেষ পর্বে সাধারণ মানুষকে সরাসরি যোগদানের আহ্বান জানালেন নমো ৷ তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠানের সফর তাঁর কাছে 'প্রকৃতঅর্থেই স্পেশাল' বলে বর্ণনা করেছেন তিনি । প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই সফরে দেশের মানুষের 'সম্মিলিত স্পিরিট' উদযাপন করা হয়েছে ।

তাঁর আজকের বিশেষ এপিসোডের আগে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "মন কি বাত 100-এর জন্য বেলা 11 টায় যোগ দিন । এটি সত্যিই একটি বিশেষ সফর, যেখানে আমরা ভারতের জনগণের সম্মিলিত স্পিরিট উদযাপন করেছি এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে তুলে ধরেছি ৷" প্রধানমন্ত্রী মোদির মাসিক রোডিয়ো অনুষ্ঠানটি আজ 100তম পর্ব সম্পূর্ণ করবে ৷ এটি বেলা 11 টায় সম্প্রচারিত হবে এবং সারা দেশের পাশাপাশি রাষ্ট্রসংঘের সদর দফতর-সহ বিশ্বের বিভিন্ন অংশে সরাসরি অনুষ্ঠানের সম্প্রচার করা হবে ।

2014 সালের 3 অক্টোবর শুরু হয়েছিল এই কর্মসূচি ৷ নারী, যুবক এবং কৃষকদের মতো একাধিক সামাজিক গোষ্ঠীর সঙ্গে কথা বলে সরকারের নাগরিক-সংযোগ কর্মসূচির একটি মূল স্তম্ভ হয়ে উঠেছে মন কি বাত ৷ 22টি ভারতীয় ভাষা এবং 29টি উপভাষা ছাড়াও, মন কি বাত ফরাসি, চিনা, ইন্দোনেশিয়ান, তিব্বতি, বার্মিজ, বেলুচি, আরবি, পশতু, ফার্সি, দারি এবং সোয়াহিলি-সহ 11টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয় । মন কি বাত অল ইন্ডিয়া রেডিয়োর 500টিরও বেশি সম্প্রচার কেন্দ্র দ্বারা সম্প্রচার করা হচ্ছে ।

মানুষের জীবনে মন কি বাতের প্রভাব নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল । সমীক্ষায় দেখা গিয়েছে যে, 100 কোটিরও বেশি মানুষ অন্তত একবার মন কি বাতের সঙ্গে যুক্ত হয়েছেন ৷ এটি সরাসরি মানুষের সঙ্গে কথা বলে ৷ তৃণমূল পর্যায়ের পরিবর্তনকারী ও মানুষের সাফল্য উদযাপন করে মানুষকে ইতিবাচক কর্মের দিকে প্রভাবিত করেছে এই অনুষ্ঠান ।

শনিবার ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেসের চেয়ারম্যান ড. অমিত কাপুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত' শ্রোতাদের সঙ্গে আদান-প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে একটি "আচরণগত পরিবর্তন" নিয়ে আসে ৷ তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রী নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে জনগণের সঙ্গে কথোপকথন করেছেন । তাঁর কথায়, "প্রধানমন্ত্রী মোদি জনগণের সঙ্গে যে ধরনের কথোপকথন করেছেন, তাতে আমরা মানুষের আচরণগত পরিবর্তন দেখেছি । প্রায় 100 কোটি মানুষ এটি শুনেছে । এই কথোপকথনে নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে ৷"

মন কি বাত-এর 100তম পর্বকে স্মরণীয় করে রাখতে বিজেপি ব্যাপক প্রচারের পরিকল্পনা করেছে । সূত্র জানিয়েছে, দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রের লোকেদের অনুষ্ঠান শোনার জন্য সুবিধার ব্যবস্থা করার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। অনুষ্ঠানটি সারা দেশে রাজভবনে দূরদর্শন সরাসরি সম্প্রচার করবে । মহারাষ্ট্রের যে নাগরিকদের নাম আগের মন কি বাতের সংস্করণে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তাঁরা এবং রাজ্যের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আতিথেয়তার আয়োজন করেছে মুম্বইয়ের রাজভবন ৷ প্রতি মাসের শেষ রবিবার প্রচারিত হয় মন কি বাত ।

আরও পড়ুন: 'ঐতিহাসিক', প্রধানমন্ত্রীর 'মন কি বাত' নিয়ে উচ্ছ্বসিত আমির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.