ETV Bharat / bharat

Petrol-Diesel Prices: বছর-শেষে বহু রাজ্যে বিধানসভা নির্বাচন ! কমতে পারে পেট্রল-ডিজেলের দাম

author img

By

Published : Jun 8, 2023, 9:17 AM IST

Updated : Jun 8, 2023, 9:34 AM IST

ETV Bharat
পেট্রল ডিজেল

একটি সংবাদসংস্থা সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, চলতি অর্থবর্ষের শেষ কোয়ার্টারে আর্থিক দিক দিয়ে ভালো ফল করেছে তেল বিপণনকারী সংস্থাগুলি ৷ তাই এবার দেশে জ্বালানির দাম কমলেও কমতে পারে ৷

নয়াদিল্লি, 8 জুন: মধ্যবিত্তের জন্য সুখবর ! কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, পেট্রল এবং ডিজেলের দাম কমানোর কথা ভাবছে তেল বিপণনকারী সংস্থাগুলি বা ওএমসি ৷ অতীতে বেশ কয়েকটি কারণে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল এই সংস্থাগুলিকে ৷ তবে সাম্প্রতিককালে তাদের সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে গিয়েছে ৷

এমতাবস্থায় দাম কমানোর কথা ভাবছে ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি ৷ অন্যদিকে, বছরের শেষেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তাছাড়া আগামী বছর লোকসভা ভোট ৷ দেশের এই রাজনৈতিক আবহে পেট্রল এবং ডিজেলের দাম কমা কোনও নতুন চমক দিতে পারে কি না, সেটাই এখন দেখার ৷ এখনও পর্যন্ত বিষয়টি সম্পর্কে সরকারি তরফে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ৷ তবে পরিস্থিতি দাম কমার পক্ষে অনুকূল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: পেট্রল-ডিজেলও আসতে পারে জিএসটি'র আওতায়, ইঙ্গিত নির্মলার

সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, "ওএমসিগুলি চলতি অর্থবর্ষের শেষ কোয়ার্টারে খুব ভালো ফল করেছে ৷ তাদের ক্ষতির অনেকটাই পূরণ হয়েছে ৷ এই অবস্থায় তারা পেট্রল এবং ডিজেলের দাম কমানোর কথা ভাবনাচিন্তা করছে ৷" বাজার বিশেষজ্ঞদের এই প্রত্যাশা যদি শেষমেশ বাস্তবায়িত হয়, তাহলে মধ্যবিত্তের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ৷ পেট্রল, ডিজেলের দাম কমলে বাজারের অন্য জিনিসের উপরেও তার প্রভাব পড়বে ৷

বিশ্বের অন্যতম প্রধান তৈল উৎপাদনকারী দেশ সৌদি আরব ৷ জুলাই থেকেই তারা তৈল উৎপাদনের পরিমাণ কমাতে পারে বলে জানা গিয়েছে ৷ অপরিশোধিত তেল সরবরাহে এই সিদ্ধান্তের কোনও প্রভাবই পড়বে না ৷ এক আধিকারিক আশ্বস্ত করেন, দেশের বাজারে কোনও অপরিশোধিত তেলের অভাব হবে না ৷ ওএমসিগুলির সঙ্গে গ্রিন হাইড্রোজেন নিয়ে বৈঠক হয়েছে ৷ এদিকে জ্বালানির সঙ্গে 20 শতাংশ ইথানল মেশানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

Last Updated :Jun 8, 2023, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.