ETV Bharat / bharat

Nirmala Sitharaman: পেট্রল-ডিজেলও আসতে পারে জিএসটি'র আওতায়, ইঙ্গিত নির্মলার

author img

By

Published : Feb 20, 2023, 4:54 PM IST

ETV Bharat
নির্মলা সীতারমন

সোমবার জয়পুরে এক সাংবাদিক বৈঠক করেন নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি বাজেট সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর দেন (Nirmala Sitharaman in Jaipur) ৷ পাশাপাশি পেট্রল ও ডিজেল জিএসটি-র আওতায় কীভাবে আসতে পারে, তা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

জয়পুর, 20 ফেব্রুয়ারি: যদি জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেয়, তাহলে পেট্রল-ডিজেলের উপরও বসতে পারে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST council meet) অর্থাৎ জিএসটি ৷ সোমবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এদিন বাজেট নিয়ে জয়পুরে এক সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ এই বিষয়টি কাউন্সিলের বৈঠকে আলোচনার জন্য তোলা হবে বলেও জানিয়েছে অর্থমন্ত্রী (Nirmala Sitharaman on GST on petrol and diesel) ৷

এই সাংবাদিক বৈঠকে মূল্যবৃদ্ধি, পেট্রল-ডিজেলের দাম, ঋণের উপর সুদের হার বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নির্মলা সীতারমন বলেন,"যদি সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেয়, তাহলে জিএসটি'র আওতায় আসতে পারে পেট্রল-ডিজেল ৷"

জিএসটি কাউন্সিলের বৈঠকে যে এই বিষয়টি তোলা হবে বলেও জানিয়েছেন নির্মলা (GST on petrol and diesel) ৷ বিষয়টি নিয়ে তাঁরা আলোচনার পক্ষপাতি বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (petrol and diesel price) ৷ কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সিগুলিকে প্রতিহিংসা চরিতার্থ করতে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ কংগ্রেস-সহ বিরোধীদের ৷ এই প্রসঙ্গে নির্মলা সীতারমন বলেন, "নিয়ম মেনে কাজ করে সিবিআই, ইডি'র মতো সংস্থাগুলি ৷ রাতারাতি বা ইচ্ছাকৃতভাবে কোথাও কেন্দ্রীয় এজেন্সিগুলি হানা দেয় না ৷ তার আগে যথেষ্ট হোমওয়ার্ক ও তথ্য সংগ্রহ করা হয় ৷ প্রাথমিক তথ্য-প্রমাণ হাতে পেলে তবেই অভিযুক্তদের প্রশ্ন করা হয় বা ডেকে পাঠানো হয় ৷"

আরও পড়ুন: লক্ষ লক্ষ যুবককে চাকরি দিয়েছে কেন্দ্র, উত্তরাখণ্ড রোজগার মেলায় দাবি মোদির

জামিনে মুক্ত কংগ্রেস নেতারা কেন্দ্রের বিরুদ্ধে এইসব অভিযোগ তুলছে বলেও কটাক্ষ করেন তিনি ৷ এদিন কংগ্রেসকে আক্রমণ করে নির্মলা সীতারমন জানান, দুর্নীতি নিয়ে ও প্রতিহিংসা নিয়ে কংগ্রেসের কথা বলা উচিত নয় ৷ কংগ্রেসের একের পর এক সরকারকে ক্ষমতায় আসার পরেও দুর্নীতির অভিযোগে বিদায় নিতে হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.