ETV Bharat / bharat

Udaipur Tailor Murder Case: উদয়পুর দর্জি হত্যা মামলায় চার্জশিট দাখিলের জন্য 90 দিন সময় চাইল এনআইএ

author img

By

Published : Sep 24, 2022, 1:02 PM IST

NIA seeks more time to file charge sheet in Udaipur tailor murder case
NIA seeks more time to file charge sheet in Udaipur tailor murder case

উদয়পুরের দর্জি কানহাইয়ালাল সাহু হত্যা মামলার (Udaipur Tailor Murder Case) তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) ৷ এনআইএ এই মামলায় চার্জশিট দাখিলের জন্য আরও সময় চেয়ে নিল (NIA seeks more time to file charge sheet) । তদন্ত সংস্থা বিশেষ আদালতকে অনুরোধ করেছে তাদেরকে চার্জশিট দাখিল করার জন্য আরও 90 দিন সময় দেওয়া হোক ।

জয়পুর(রাজস্থান), 24 সেপ্টেম্বর: নৃশংস ঘটনার সাক্ষী ছিল রাজস্থানের উদয়পুর (Udaipur Tailor Murder Case) ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায় ৷ পেশায় দর্জি কানহাইয়ালাল সাহু হত্যা মামলার তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) ৷

শুক্রবার জাতীয় তদন্তকারী সংস্থা বিশেষ আদালতকে অনুরোধ করেছে এই হত্যা মামলায় চার্জশিট দাখিলের জন্য তাদের আরও সময় দেওয়া হোক ৷ 90 দিন সময় চেয়েছে এনআইএ । তদন্তকারী সংস্থা বিশেষ আদালতকে জানিয়েছে, তারা এই মামলায় আরও অভিযুক্তকে খুঁজছে । তাই চার্জশিট দাখিল করতে সময় লাগবে (NIA seeks more time to file charge sheet) ।

এদিন কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তদের বিশেষ আদালতে হাজির করা হয় । হত্যা মামলার শুনানির সময় আদালত অভিযুক্তের বিচার বিভাগীয় হেফাজত 21 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে । মামলার শুনানির সময় একজনও আইনজীবী অভিযুক্তের তরফে ওকালতনামা (Vakalatnama) দাখিল করতে এগিয়ে আসেননি ৷ ওকালতনামা হল একটি নথি, যা একজন আইনজীবীকে তার মক্কেলের পক্ষে মামলা লড়ার ক্ষমতা দেয় ।

উল্লেখ্য, 28 জুন দুপুরে উদয়পুর শহরের ধানমান্ডি এলাকায় দোকানে ঢোকে কুপিয়ে খুন করা হয় দর্জি কানাইলাল সাহুকে (Kanhaiyalal Sahu) ৷ গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছিলেন কানহাইয়া লাল সাহু ৷ ভিডিয়োতে দাবি করা হয়েছে, নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় কানহাইয়া লালকে খুন করা হয়েছে বলে ৷

আরও পড়ুন: উদয়পুর হত্যাকাণ্ডে নয়া মোড়, আততায়ীদের নিশানায় ছিলেন আরও এক ব্যবসায়ী

ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর নামের দুই অভিযুক্তকে ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে (Udaipur Murder Case) ৷ তারপরেই সামনে এসেছে দুই আততায়ীর পাক যোগের (পড়ুন জঙ্গি যোগ) খবর ৷ বাকি সাত অভিযুক্তকে পরে গ্রেফতার করা হয় । জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এই মামলায় বাকি সাত অভিযুক্ত মহম্মদ রিয়াজ, ফরহাদ শেখ, আসিফ, মহম্মদ মহসিন, ওয়াসিম আলি, জাভেদ এবং মহসিন খানকে গ্রেফতার করে । এনআইএ 29 জুন মামলাটি হাতে নেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.