ETV Bharat / bharat

Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3-এর অবতরণস্থলের ছবি প্রকাশ নাসার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 2:44 PM IST

NASA releases Chandrayaan 3 Landing site image: চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3-এর অবতরণস্থলের ছবি প্রকাশ করল মার্কিন গবেষণা সংস্থা নাসা ৷

Chandrayaan 3
চন্দ্রযান 3

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: চন্দ্রযান-3 অবতরণ সাইটের ছবি ক্যামেরাবন্দি করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার লুনার রিকনেসেন্স অরবিটার (এলআরও) ৷ বুধবার তারা সেই ছবি প্রকাশ করল ৷ ভারতীয় চন্দ্রযান অভিযানের মহাকাশযানটি 23 অগস্ট সফলভাবে আলতো অবতরণ বা সফট ল্যান্ডিং করার পর থেকে বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি রয়েছে । চন্দ্রযান-3-এর অবতরণ স্থানটি চাঁদের দক্ষিণ মেরু থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত ।

নাসা অরবিটারের সঙ্গে সংযুক্ত ক্যামেরাটি বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি স্পর্শ করার চার দিন পর তার একটি তির্যক ভিউ (42-ডিগ্রি স্লিউ অ্যাঙ্গেল)-এর ছবি গ্রহণ করেছে । 2009 সালের 18 জুন উৎক্ষেপিত হওয়া নাসার অরবিটার এখনও পর্যন্ত ডেটার ভান্ডার সংগ্রহ করেছে, যা চাঁদের বিষয়ে জ্ঞানের দিক দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।

  • .@NASA's LRO spacecraft recently imaged the Chandrayaan-3 lander on the Moon’s surface.

    The ISRO (Indian Space Research Organization) Chandrayaan-3 touched down on Aug. 23, 2023, about 600 kilometers from the Moon’s South Pole.

    MORE >> https://t.co/phmOblRlGO pic.twitter.com/CyhFrnvTjT

    — NASA Marshall (@NASA_Marshall) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 23 অগস্ট মহাকাশ বিজ্ঞানে ইতিহাস সৃষ্টি করে ভারত ৷ কারণ সে দিন চন্দ্রযান-3 ল্যান্ডার মডিউল সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ৷ এর ফলে ঐতিহাসিক কৃতিত্ব অর্জনকারী প্রথম দেশ হয়ে ওঠে ভারত ৷ 2 বছর আগে চন্দ্রযান 2-এর ক্র্যাশ ল্যান্ডিং-এর হতাশারও অবসান ঘটায় চন্দ্রযান 3 ৷

আরও পড়ুন: 14 দিনের আগেই কাজ শেষ করে চন্দ্রপৃষ্ঠে ঘুমোচ্ছে 'প্রজ্ঞান', জানাল ইসরো

মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ দেশ যারা সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে । অবতরণ করার পরে, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার সালফার এবং অন্যান্য ক্ষুদ্র উপাদানের উপস্থিতি খুঁজে পাওয়া, আপেক্ষিক তাপমাত্রা রেকর্ড করা এবং তার চারপাশের গতিবিধি শোনা-সহ চন্দ্র পৃষ্ঠে বিভিন্ন কাজ সম্পাদন করেছে ৷ (সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.