ETV Bharat / bharat

Narendra Modi: প্রচার সেরেই শতায়ু মানেক বায়ের আশীর্বাদ নিলেন মোদি

author img

By

Published : Nov 25, 2022, 3:33 PM IST

Narendra Modi met with 104 year old Manek Ba in Bavla of Gujarat after Election Campaign
Narendra Modi: প্রচার সেরেই শতায়ু মানেক বায়ের আশীর্বাদ নিলেন মোদি

আসন্ন বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচারে এসে 104 বছরের মানেক বায়ের (Manek Ba) সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ স্মৃতিচারণ করলেন লীলা বায়ের ৷ কে এই লীলা বা ?

বাভলা (গুজরাত), 25 নভেম্বর: আসন্ন বিধানসভা ভোটের (Gujarat Assembly Election 2022) প্রচারে গুজরাতে এসে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সভামঞ্চেই স্মরণ করলেন দুই প্রবীণাকে ৷ তাঁদের একজন প্রয়াত লীলা বা এবং অন্যজন 104 বছর বয়সি মানেক বা (Manek Ba) ৷ প্রচারের ঝক্কি মিটতেই সটান মানেক বায়ের কাছ চলে যান মোদি ৷ নেন আশীর্বাদ ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার গুজরাতের (Gujarat) বাভলায় (Bavla) একটি নির্বাচনী জনসভা (Election Campaign) করেন মোদি ৷ সেই সভার শেষেই শতায়ু মানেক বায়ের সঙ্গে দেখা করেন তিনি ৷ প্রসঙ্গত, লীলা বা মোদিকে অত্যন্ত পছন্দ করতেন ৷ তবে, ছয় বছর আগে প্রয়াত হন তিনি ৷ গত 4 নভেম্বর ছিল তাঁর প্রয়াণ বার্ষিকী ৷ বৃহস্পতিবারের সভামঞ্চে সেকথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি ৷ পরে দেখা করেন মানেক বায়ের সঙ্গে ৷ সূত্রের খবর, মোদিকে নাগালে পেয়ে আপ্লুত ছিলেন 104 বছরের মানেক বা ৷ তিনি মোদিকে আশীর্বাদ করে বলেন, "2024 সালেও আপনিই প্রধানমন্ত্রীর আসনে বসবেন ৷"

আরও পড়ুন: মোদির সভায় নিরাপত্তায় ফাঁক, ড্রোন উড়িয়ে শ্রীঘরে তিন যুবক

প্রসঙ্গত, প্রয়াত লীলা বা তাঁর জীবদ্দশায় একটা সময় বিজেপি-এর 'পূর্বসূরি' জনতা দলের সদস্য ছিলেন ৷ বস্তুত, জনতা দলের টিকিটে গুজরাতের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে জয়ীও হন তিনি ৷ লীলা বা-ই প্রথম মহিলা যিনি জনতা দলের টিকিটে ভোটে জেতেন ৷ নরেন্দ্র মোদি যখন জনসংঘের প্রচারক ছিলেন, এবং সেই কাজে গুজরাতে আসতেন, তখনই লীলা বায়ের বাড়িতে যেতেন তিনি ৷ সেখানে নিজের হাতে রান্না করতেন, খাওয়া-দাওয়া করতেন ৷ বৃহস্পতিবারের সভায় সেইসব দিনের কথা স্মরণ করেন মোদি ৷

মোদি নিজে লীলা বা-কে তাঁর 'আইডল' বলে দাবি করেন ৷ এমনকী, মোদি যখন মঞ্চে ভাষণ দিতেন, সুযোগ পেলেই লীলা বা সেই অনুষ্ঠানে হাজির হতেন ৷ দর্শকাসনে বসে থাকতেন ৷ কিন্তু, মোদি তাঁকে দেখলেই মঞ্চে ডেকে নিতেন ৷ সূত্রের দাবি, বৃহস্পতিবার মানেক বা-কে কাছে পেয়ে পুরনো দিনের কথা পাড়েন মোদি ৷ দু'জনই হেসে পরস্পরকে আভিবাদন জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.