Security Breach during PM Rally: মোদির সভায় নিরাপত্তায় ফাঁক, ড্রোন উড়িয়ে শ্রীঘরে তিন যুবক

author img

By

Published : Nov 25, 2022, 2:30 PM IST

Three Men Arrested for Security Breach during PM Rally in Bavla of Gujarat

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা চলাকালীন নিরাপত্তায় বড়সড় গলদ (Security Breach during PM Rally) ধরা পড়ল ৷ সংরক্ষিত আকাশসীমায় (No Drone Flying Zone) বিনা অনুমতিতে ড্রোন (Drone) উড়িয়ে শ্রীঘরে যেতে হল তিন যুবককে (Three Men Arrested) ৷ গুজরাতের (Gujarat) বাভলা (Bavla) এলাকার ঘটনা ৷

বাভলা (গুজরাত), 25 নভেম্বর: আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election 2022) উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা চলাকালীন নিরাপত্তায় বড়সড় ফাঁক (Security Breach during PM Rally) সামনে এল ! সংরক্ষিত আকাশসীমায় (No Drone Flying Zone) ড্রোন (Drone) ওড়ানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গুজরাতের (Gujarat) বাভলা (Bavla) এলাকার একটি নির্বাচনী জনসভায় (Election Campaign) ৷ এমন কাণ্ড ঘটানোর জন্য ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার (Three Men Arrested) করেছে পুলিশ ৷

  • Gujarat | Police arrests, registers case against 3 people-Nikul Rameshbhai Parmar, Rakesh Kalubhai Bharvad & Rajeshkumar Mangilal Prajapati- for recording video using a drone & violating 'no drone fly zone' during the visit of PM Modi at Bavla today: Ahmedabad Police pic.twitter.com/B5tRz49dh0

    — ANI (@ANI) November 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোদির সভা চলাকালীনই আকাশে ড্রোনটি উড়তে দেখেন সভাস্থলে ও তার আশপাশে মোতায়েন থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামিয়ে আনা হয় ৷ বম্ব স্কোয়াডের সদস্যরা পরে ওই ড্রোনটিকে পরীক্ষা করে দেখেন ৷ তবে, তাতে কোনও বিস্ফোরক ছিল না ৷ বদলে ছিল দূর নিয়ন্ত্রিত ভিডিয়ো ক্যামেরা ৷ যার মাধ্যমে অনুমতি ছাড়াই মোদির সভা রেকর্ড করা হচ্ছিল ৷ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 128 নম্বর ধারায় মামলা রুজু করা হয় ৷ ধৃত তিন যুবক হলেন যথাক্রমে নিকুল রমেশভাই পরমার, রাকেশ কালুভাই ভারবদ এবং রাজেশকুমার মঙ্গিলাল প্রজাপতি ৷ এই তিনজনই বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর সভা রেকর্ড করছিলেন বলে দাবি করেছে পুলিশ ৷

আরও পড়ুন: আমার কোনও 'অওকাত'ই নেই ! কংগ্রেসকে কড়া জবাব মোদির

ঘটনার তদন্তে নেমে অবশ্য চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের ৷ ধৃতদের জেরা করে তারা জানতে পারে, ওই দুই যুবককে মোদির সভা ক্য়ামেরাবন্দি করার বরাত দেওয়া হয়েছিল ! এবং সেই বরাত দিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতারাই ! ধৃতরা তিনজনই ভিডিয়োগ্রাফির ব্যবসা করেন ৷ পেশার তাগিদেই মোদির সভা চলাকালীন 'নো ড্রোন ফ্লাইং জোন'-এ ড্রোন ওড়ান তাঁরা ৷ কিন্তু, এর জন্য পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন থাকা যে বাঞ্ছনীয়, তা মনে হয়নি তাঁদের ৷ ধৃতদের ধারণা ছিল, যেহেতু স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকেই তাঁরা এই কাজের বরাত পেয়েছেন, তাই কোনও সমস্য়া হবে না ৷ কিন্তু, এর জেরেই তাঁদের গ্রেফতার হতে হয় ৷ পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হয়েছে, ধৃতরা যে দাবি করেছেন, তা সত্যি ৷ এবং এর আগে তাঁরা কখনও কোনও অপরাধের সঙ্গে যুক্তও থাকেননি বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.