ETV Bharat / bharat

Bangkok-Kolkata Flight: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি !

author img

By

Published : Dec 29, 2022, 12:50 PM IST

Updated : Dec 29, 2022, 4:48 PM IST

গত সোমবার থাই স্মাইল এয়ারওয়েজের (Thai Smile Airways) একটি বিমান ব্যাংকক থেকে কলকাতার দিকে আসছিল (Bangkok-Kolkata Flight) ৷ সেই সময় কয়েকজন যাত্রীর মধ্যে হাতাহাতি হয় ৷ পরে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷

Bangkok-Kolkata Flight
মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি

মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: দিন কয়েক আগে একটি বিমানে কর্মীর সঙ্গে এক যাত্রীর বাদানুবাদের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছিল ৷ এবার বেশ কয়েকজন যাত্রীর মধ্যে মারামারির (Mid Air Brawl) ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ জানা গিয়েছে, গত সোমবার ওই ঘটনাটি ঘটে ৷ থাই স্মাইল এয়ারওয়েজের (Thai Smile Airways) একটি বিমান যখন ব্যাংকক থেকে কলকাতার দিকে আসছিল (Bangkok-Kolkata Flight), সেই সময়ই ঘটনাটি ঘটেছে ৷

বুধবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপকভাবে ওই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে ৷ সেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তিকে কয়েকজন সহযাত্রী একাধিকবার চড় মারছেন ৷ এই নিয়ে দুই যাত্রীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় ৷ তাঁদের মধ্যে একজনকে আবার বারবার বলতে শোনা গিয়েছে যে ‘আপনার হাত নামিয়ে রাখুন’ ৷ সেখান থেকেই দু‘জনের মধ্যে হাতাহাতিও শুরু হয় ৷ পরিস্থিতি সামলাতে একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকেও এগিয়ে আসতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে ৷

আর পুরো ঘটনাটি যে সময় ঘটেছে, তখন বিমান মাঝ আকাশে ৷ যদিও কলকাতাগামী ওই বিমানের একজন যাত্রীর দাবি, গত 26 ডিসেম্বর বিমানটি টেক অফের জন্য রানওয়েতে যাওয়ার ঠিক আগে ঘটনাটি ঘটেছিল । ফলে ঠিক কখন এই ঘটনা ঘটে, তা অবশ্য স্পষ্ট নয় এখনও পর্যন্ত ৷

এদিকে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে যে লড়াই আসলে দু’জনের মধ্যে হয়েছিল ৷ হাত নামিয়ে নেওয়ার হুঁশিয়ারি থেকে বিবাদের সূত্রপাত ৷ সেখান থেকেই মারামারি ৷ আর দু’জনকে থামানোর চেষ্টা করায় আরও কয়েকজন সহযাত্রীও মারামারিতে জড়িয়ে পড়েন । সেখান থেকেই বিষয়টি বড় আকার ধারণ করে ৷

এই ঘটনার জেরে বিমানের অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ অনেক বয়স্ক যাত্রী ছিলেন ৷ তাঁরাও নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত ছিলেন ৷ তাঁদেরই মধ্যে একজন যাত্রী জানালেন, তিনি ব্যাংকক থেকে কলকাতায় ফিরছিলেন ৷ তাঁর সঙ্গে তাঁর বয়স্ক মা ছিলেন ৷ যেখানে গোলমাল হয়, তার খুব কাছেই বসেছিলেন ৷ ফলে তিনি ও তাঁর মা এই ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিলেন ৷

সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি ৷ ফলে ওই যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি ৷ সংশ্লিষ্ট যাত্রীদের মধ্যে কেউ কলকাতায় ফেরার পর পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেছেন কি না, সেই বিষয়টিও স্পষ্ট নয় ৷ তাছাড়া ওই যাত্রীদের মধ্যে কারও কোনও গুরুতর আঘাত লেগেছে কি না, তাও জানা যায়নি ৷

আরও পড়ুন: বিমানে ভুয়ো বোমাতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি

Last Updated :Dec 29, 2022, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.