Man Fakes Own Kidnapping: অশ্লীল ভিডিয়ো ফাঁসের হুমকি পেয়েই 'অপহৃত' যুবক ! তারপর কী হল...

author img

By

Published : Jan 21, 2023, 5:35 PM IST

Man Fakes Own Kidnapping as he Blackmailed by Sextortion Gang and wants to fulfill their demand

অশ্লীল ভিডিয়ো ফাঁস করার হুমকি দিয়ে এক যুবকের কাছ থেকে টাকা দাবি করা হয় বলে অভিযোগ (Blackmailed by Sextortion Gang) ! তারপর নিজের অপহরণের নাটক (Man Fakes Own Kidnapping) কেন করলেন তিনি ?

প্রয়াগরাজ, 21 জানুয়ারি: অশ্লীল ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে 30 হাজার টাকা দাবি করেছিল একটি চক্র (Blackmailed by Sextortion Gang) ! সেই টাকা মেটানোর জন্য নিজেরই অপহরণের নাটক করেন ওই যুবক (Man Fakes Own Kidnapping) ! উদ্দেশ্য ছিল, মুক্তিপণের নামে বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা আদায় করা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্থানীয় থানার দ্বারস্থ হন এক বৃদ্ধ ৷ পুলিশের কাছে তিনি জানান, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে ৷ বৃদ্ধ দাবি করেন, শুক্রবার নিজের মোবাইল নম্বর থেকেই তাঁকে হোয়াটসঅ্য়াপ কল করেন তাঁর ছেলে ৷ বাবাকে বলেন, একটি কালো গাড়িতে সওয়ার কয়েকজন দুষ্কৃতী তাঁকে অপহরণ করেছে ! এখন তারা তাঁর কাছ থেকে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাইছে ৷ ওই ব্যক্তি তাঁর বাবাকে অনুরোধ করেন, তিনি যেন দ্রুত ওই 2 লক্ষ টাকা অপহরণকারীদের দিয়ে দেন ! কিন্তু, বৃদ্ধ তা না-করে সটান পুলিশের কাছে চলে যান !

আরও পড়ুন: যোগীর বাড়ির নিরাপত্তা কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

বৃদ্ধ পুলিশকে জানান, প্রথম হোয়াটসঅ্য়াপ কলের কিছুক্ষণ পরই তাঁর কাছে আরও একটি হোয়াটসঅ্য়াপ কল আসে ৷ দ্বিতীয় কলে বৃদ্ধের ছেলেকে খুনের হুমকি দেওয়া হয় ৷ তবে, সেই হুমকি ঠিক কে দিয়েছিল, সেটা স্পষ্ট নয় ৷ এরপর বৃদ্ধ নিজের সাধ্যমতো ছেলের খোঁজ করার চেষ্টা করেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ ফলে তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশ সঙ্গে সঙ্গে বৃদ্ধের ছেলের খোঁজ শুরু করে ৷ তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্য়াক করে দেখা যায়, তিনি রয়েছেন প্রতাপগড় জেলায় ৷ পরে সেখান থেকেই ওই 'অপহৃত'কে 'উদ্ধার' করা হয় ৷ সেই সময় তিনি সেখানে একা ছিলেন ! যা দেখে সন্দেহ হয় পুলিশের ৷

পরবর্তীতে টানা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন ওই যুবক ৷ পুলিশকে তিনি জানান, "সোশাল মিডিয়ার মাধ্যমে আমার সঙ্গে একটি মেয়ের বন্ধুত্ব হয়েছিল ৷ পরে আমরা মোবাইল নম্বর দেওয়া-নেওয়া করি এবং আমাদের মধ্যে কথা শুরু হয় ৷ একদিন মেয়েটি আমাকে একটি অশ্লীল ভিডিয়ো কল করে ৷ আমি সঙ্গে সঙ্গে সেই কলটি কেটে দিলেও ওইটুকু সময়ের মধ্য়েই সে ওই ভিডিয়ো কলটি রেকর্ড করে নেয় ৷ এরপর থেকেই আমার কাছে হুমকি ফোন আসতে শুরু করে ৷ আমাকে বলা হয়, 30 হাজার টাকা না-দিলে ওই অশ্লীল ভিডিয়ো কলের রেকর্ডিং সোশাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে ৷ কিন্তু, আমার কাছে অত টাকা ছিল না ৷ তাই আমি নিজের অপহরণের নাটক করি ৷ যাতে আমার বাবার কাছ থেকেই ওই টাকা জোগাড় করতে পারি ৷"

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় আলাদা একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ তাদের বক্তব্য, ইদানীং এই ধরনের ব্ল্যাকমেলিংয়ের ঘটনা ক্রমশ বাড়ছে ৷ কিন্তু, তার জন্য ভয় পেয়ে ভুয়ো অপহরণের মতো বেআইনি কোনও পদক্ষেপ করা ঠিক নয় ৷ বরং, আক্রান্তের উচিত দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করা ৷ যাতে অপরাধীদের শনাক্ত করে পাকড়াও করা সম্ভব হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.