Law and Order Situation in UP: যোগীর বাড়ির নিরাপত্তা কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

author img

By

Published : Jan 21, 2023, 9:12 AM IST

Etv Bharat

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । জানা গিয়েছে যোগীর বাড়ির ডিউটি শেষে শিবিরে ফেরেন তিনি । এরপরই সরকারি গাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ (Body of PSC Jawan Recovered from Govt Car)।

লখনউ,21 জানুয়ারি: আবারও প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । বছর পঁচিশের ওই ব্যক্তির নাম বিপীন কুমার । জানা গিয়েছে শুক্রবার ডিউটি শেষে সরকারি গাড়িতে করে নিজের শিবিরে ফিরে গিয়েছিলেন বিপীন । সেই গাড়ি থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ (The Police is Investigating the Matter )।

উত্তরপ্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে স্থানের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আছে একটি বিশেষ বাহিনীর । উত্তরপ্রদেশ প্রভিনিশিয়াল আমর্ড কনস্টাবুলারি নামে এই বাহিনীর জওয়ানরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্ব সামলান । 2021 সালে এই বাহিনীর কনস্টেবল পদে যোগ দেন বিপীন । মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে একটি শিবিরে থাকতেন তিনি ।

স্থানীয় পুলিশ আধিকারিক অজয়প্রকাশ মিশ্র জানান, সন্ধ্যা 6টা নাগাদ বিপীন সরকারি গাড়িতে শিবিরে আসেন। আর তার অল্প সময় পরেই গাড়ির মধ্যেই গুলি চলার ঘটনা ঘটে । রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । দেহ আপাতত ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । বিপীনের সহকর্মী থেকে শুরু করে পরিবারের সদস্য়দের সঙ্গে কথা বলা হচ্ছে । এই প্রথম নয়, সাম্প্রতিক অতীতে এর আগে একাধিকবার দেশের সবচেয়ে বড় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে । একাধিক ধর্ষণের ঘটনাও ঘটেছে এরইমধ্যে । এবার খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল ।

উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক হাতিযার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । গত বিধানসভা নির্বাচনে এই প্রশ্নেই বিজেপিকে কাবু করতে চেয়েছিল বিরোধীরা । তবে গেরুয়া শিবির দাবি করে আগের থেকে উত্তরপ্রদেশের আইনশঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে। এই তরজার মধ্যেই এবার খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল সরকারি গাড়িতে।

আরও পড়ুন: অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক ! অবস্থান তুলে নিলেন কুস্তিগীররা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.