ETV Bharat / bharat

Mallikarjun Kharge: বিজেপির ইন্ধনে হিংসার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অভিযোগ খাড়গের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 7:38 PM IST

Mallikarjun Kharge Slams BJP: কংগ্রেসের ওয়ার্কিং কমিটি নতুন করে গঠন করার পর শনিবার হায়দরাবাদে প্রথম বৈঠক হয় ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে একাধিক ইস্যুতে বিজেপির সমালোচনায় সরব হন ৷

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: হিংসার ঘটনা দেশের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করছে ৷ শনিবার এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর আরও দাবি, হিংসায় ইন্ধন জোগাচ্ছে বিজেপি ৷ সেই কারণে এই ধরনের ঘটনাকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বড় বাধা বলেও উল্লেখ করেছেন তিনি ৷ মণিপুর ও হরিয়ানার নুহ-এর হিংসার উদাহরণ টেনেই তিনি এই কথা বলেন ৷

এ দিন হায়দরাবাদে শুরু হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ৷ এই কমিটি নতুন করে গঠন করার পর এটাই প্রথম বৈঠক আয়োজিত হল ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় খাড়গে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন ৷ তিনি আরও জানান যে কংগ্রেস দ্রুত জনগণনা শুরু করার দাবি জানাচ্ছে ৷ একই সঙ্গে জাতিগত সমীক্ষাও করতে হবে ৷ কারণ, সমাজের বঞ্চিত অংশের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও খাদ্যসুরক্ষার জন্য এই জাতিগত সমীক্ষা জরুরি ৷

তিনি আরও জানান যে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা সকলেই গুরুত্বপূর্ণ মূল ইস্যুগুলি নিয়ে একমত ৷ বিরোধী জোটের তিনটি বৈঠকই সফল হয়েছে ৷ তার পর বিরোধীরা একজোট হয়ে জনবিরোধী ও গণতন্ত্র বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৷ সেই কারণেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে ৷

মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে আরও বলেছেন, "সংসদে বিরোধী দলগুলিকে দমন করার ও সংসদে পাবলিক স্ক্রুটিনি কমানোর জন্য সরকারের প্রচেষ্টারও আমরা তীব্র নিন্দা করি ।" সংসদে আসন্ন বিশেষ অধিবেশনে সরকার ঠিক কী পদক্ষেপ করতে চলেছে, তা নিয়েও খাড়গে সন্দেহ প্রকাশ করেছেন ৷

তাছাড়া কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সবদিক থেকে ব্যর্থ বলেও অভিযোগ করেছেন খাড়গে ৷ তাঁর দাবি, বিজেপির সরকারের আমলে মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব সবই বেড়েছে ৷ দেশের অর্থনীতির শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: 5 রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বড় বৈঠকে কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.