ETV Bharat / bharat

Congress Working Committee Meeting: 5 রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বড় বৈঠকে কংগ্রেস

author img

By PTI

Published : Sep 16, 2023, 11:05 AM IST

Updated : Sep 16, 2023, 11:28 AM IST

CWC Meeting to Make Strategy for Assembly and LS Polls: নির্বাচনী নীতি ও কৌশল নির্ধারণ করতে আজ বৈঠকে বসছে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি ৷ শনিবার দুপুরে হায়দরাবাদে তিনদিনের এই বৈঠক শুরু হচ্ছে ৷

Congress Working Committee Meeting ETV BHARAT
Congress Working Committee Meeting

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: আগামী নভেম্বরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আর তা মিটলেই পরের বছর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে ৷ তার আগে প্রথমবার কংগ্রেসের নয়া কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে চলেছে হায়দরাবাদে ৷ শনিবারের এই বৈঠকে আলোচনার মূল বিষয় হতে চলেছে আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনে দলের রণকৌশল ঠিক করা ৷ হায়দরাবাদের এই বৈঠকের অন্য তাৎপর্যও খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷

আগামী নভেম্বর মাসে তেলাঙ্গানাতেও নির্বাচন ৷ কেসিআরের বিআরএস সরকারের বিরুদ্ধে অল-আউট যাওয়ার নীতি নিয়েছে কংগ্রেস ৷ তাই কেসিআর এবং তাঁর দলের বিরুদ্ধে নীতি তৈরি করতে প্রথম কার্যনির্বাহী বৈঠক হায়দরাবাদে করা হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের ৷ এই বৈঠক নিয়ে কংগ্রেস নেতৃত্বের একাংশের দাবি, বৈঠকের সময় শীর্ষ নেতাদের চিন্তাভাবনা তেলাঙ্গানার রাজনীতি এবং দলের জন্য 'গেম চেঞ্জার' এবং 'পরিবর্তনমূলক মুহূর্ত' হিসেবে প্রমাণিত হবে ৷

আজকের এই বৈঠকে সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে ৷ সেই সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশ ৷ কংগ্রেসের এই শীর্ষনেতা জানিয়েছেন, কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী এই কমিটি এই প্রথম দিল্লির বাইরে তিনদিনের বৈঠকে বসছে ৷ কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির এই বৈঠক শুরু হবে বেলা আড়াইটের সময় ৷ যেখানে আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দলীয় নীতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৷

আরও পড়ুন: দেশের সংবিধান ধ্বংস করতে চায় কংগ্রেস, অভিযোগ মন্ত্রী অনুরাগের

বিশেষত, 2024 লোকসভা নির্বাচনের 'ইন্ডিয়াট জোটে কংগ্রেসের নীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিটি রাজ্য থেকে মোট 90 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সেখানে কংগ্রেস শাসিত চার রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ তিনদিনের এই বৈঠকে যোগ দিতে রবিবার অনেক বেশি সংখ্যায় নেতা-নেত্রীরা হায়দরাবাদে উপস্থিত হবেন ৷ জানা গিয়েছে, কংগ্রেসের তরফে সেদিন নিভিন্ন রাজ্যের মোট 156 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তবে, তাঁদের মধ্যে 147 জন রবিবারের বৈঠকে উপস্থিত থাকবেন বলে কংগ্রেস সূত্রে খবর ৷

Last Updated : Sep 16, 2023, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.