ETV Bharat / bharat

Mahua Tweets on Mann Ki Baat: মন কি বাত-কে 'মাঙ্কি বাত' বলে কটাক্ষ মহুয়ার !

author img

By

Published : May 12, 2023, 8:30 AM IST

30 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের 100তম পর্ব ছিল ৷ তা শোনেননি চণ্ডীগড়ের 36 জন নার্সিং পড়ুয়া ৷ এর জন্য তাঁদের হস্টেলের বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা জারি করেছে চণ্ডীগড়ের কেন্দ্রীয় সরকারি কলেজ ৷ এ নিয় টুইট করলেন মহুয়া মৈত্র ৷ জানালেন তিনি একটিও পর্ব শোনেননি ৷

Mahua
মহুয়া মৈত্র

নয়াদিল্লি, 12 মে: মন কি বাত তিনি শোনেননি ৷ একবারও না ৷ অকপটে এ কথা জানালেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ শুক্রবার সকালে টুইট করে খোলাখুলি তিনি তাঁর মনের কথা লেখেন ৷ শুধু তাই নয়, মন কি বাত-কে কটাক্ষ করতে গিয়ে তিনি 'মাঙ্কি বাত' বলে উল্লেখ করেছেন ৷ তাহলে এর জন্য কি তিনি শাস্তি পাবেন ? এই প্রশ্নও করেছেন দাপুটে তৃণমূল সাংসদ ৷

প্রসঙ্গত, মন কি বাত না-শোনার জন্য শাস্তি পেয়েছেন 36 জন নার্সিং পড়ুয়া ৷ এ খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ তারপরই নিজের কথা জানিয়ে টুইট করেন মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "আমি মাঙ্কি বাত শুনিনি ৷ একবারও নয় ৷ কখনও নয় ৷ আমাকেও কি শাস্তি দেওয়া হবে ? আমাকে এক সপ্তাহের জন্য বাড়ি থেকে বেরতে দেওয়া হবে না ? এবার সত্যি এ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে ৷"

  • I haven’t listened to monkey baat either. Not once. Not ever. Am I going to be punished as well? Will l be forbidden from leaving my house for a week?

    Seriously worried now. pic.twitter.com/HaqEQwsWOj

    — Mahua Moitra (@MahuaMoitra) May 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এভাবেই নার্সিং পড়ুয়াদের শাস্তি দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন লোকসভার দাপুটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ উল্লেখ্য, 30 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত-এর 100তম পর্ব ছিল ৷ তা শোনার ব্যবস্থা হয়েছিল দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বিজেপি কার্যালয়গুলিতে ৷ চণ্ডীগড়ে পিজিআইএমইআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনও সেই বন্দোবস্ত করে ৷ কর্তৃপক্ষ একটি নোটিশে জানিয়েছিল, 30 এপ্রিল থিয়েটার-1-এ মন কি বাত সম্প্রচারিত হবে ৷ প্রথম এবং তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়াদের এই 100তম পর্বটি শোনা বাধ্যতামূলক ৷ তাঁরা যেন অবশ্যই সেখানে উপস্থিত থাকেন ৷ অন্যথায় তাঁদের জন্য শাস্তির হুমকিও দেওয়া হয়েছিল ৷

কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানটির 36 জন পড়ুয়া মন কি বাত-এর 100তম পর্বটি শোনার জন্য সংশ্লিষ্ট জায়গায় যাননি ৷ তাঁরা প্রধানমন্ত্রী মোদির এই বিশেষ পর্বটি শোনেননি ৷ এর জন্য তাঁদের শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ ৷ 3 মে কর্তৃপক্ষ একটি নির্দেশ জারি করে জানায়, তৃতীয় বর্ষের 28 জন এবং প্রথম বর্ষের 8 জন হস্টেলের বাইরে এক সপ্তাহ পা রাখতে পারবেন না ৷ ঘটনাটি সামনে আসে বৃহস্পতিবার ৷ পিজিআইএমইআর একটি বিবৃতিতে জানায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত-এর 100 তম পর্বটি শোনেননি এমন নার্সিং পড়ুয়াদের হস্টেলের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ৷"

আরও পড়ুন: 'নরেন্দ্র ধনুস', 'মন কি বাতে'র প্রশংসা রাজ্যপালের গলায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.