Petrol Diesel Price in Maharashtra: পেট্রল, ডিজেলের ভ্যাট কমিয়ে দামে রাশ, বড় পদক্ষেপ শিন্ডে সরকারের

author img

By

Published : Jul 14, 2022, 4:31 PM IST

Maharashtra Government reduce VAT on petrol diesel to control price hike

পেট্রল ও ডিজেলের (Petrol Diesel Price in Maharashtra) উপর থেকে 'ভ্য়ালু অ্য়াডেড ট্যাক্স' (Value Added Tax) বা ভ্য়াট (VAT) কমানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷ ফলে জ্বালানির দামে (Petrol Diesel Price in Maharashtra) কিছু হলেও রাশ টানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ৷

মুম্বই, 14 জুলাই: পালাবদলের পরই বড় পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) ৷ জ্বালানির লাগামছাড়া দামে রাশ টানতে পেট্রল ও ডিজেলের উপর থেকে 'ভ্য়ালু অ্য়াডেড ট্যাক্স' (Value Added Tax) বা ভ্য়াট (VAT) কমানোর সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Chief Minister Eknath Shinde) মন্ত্রিসভা ৷ বৃহস্পতিবার রাজ্যের তরফে ঘোষণা করা হয়, প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দামে যথাক্রমে 5 টাকা এবং 3 টাকা করে ভ্য়াট কমানো হবে ৷ এতে কিছুটা হলেও স্বস্তি পাবে আমজনতা ৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে ৷ তবে, এর ফলে রাজ্যের কোষাগারের উপর বোঝা বাড়বে ৷ সরকারের আয় কমবে প্রায় 6 হাজার কোটি টাকা ৷

উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Deputy CM Devendra Fadnavis) জানিয়েছেন, শিবসেনা ও বিজেপি-র বর্তমান জোট সরকার ক্ষমতায় আসার আগেই মূল্যবৃদ্ধি থেকে আমজনতাকে যত দূর সম্ভব রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ সেই প্রতিশ্রুতি পালন করতেই পেট্রল ও ডিজেলের (Petrol Diesel Price in Maharashtra) উপর থেকে ভ্য়াট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর ফলে আমজনতার উপর থেকে 6 হাজার কোটি টাকার বোঝা কমবে ৷

আরও পড়ুন: Mamata Banerjee: মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারকে অবৈধ আখ্যা দিলেন মমতা

এর পাশাপাশি, পূর্বতন 'মহা বিকাশ আঘাড়ি' (Maha Vikas Aghadi) বা এমভিএ (MVA) সরকারের পঞ্চায়েত এবং পৌর নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তও বাতিল করে দিয়েছে বর্তমান শিবসেনা-বিজেপি জোট সরকার ৷ উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্বে মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছিল, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পৌর পরিষদ বা নগর পঞ্চায়েতের সভাপতি পদে সরাসরি নির্বাচন করা হবে ৷ সরকারে পালাবদল হতেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে ৷

এছাড়া, 'লোকতন্ত্র সংগ্রাম সেনানি'দের জন্য ফের বার্ধক্য ভাতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ ভারতে জরুরি অবস্থা কার্যকর থাকাকালীন 1975 থেকে 1977 সালের মধ্যে যাঁরা তৎকালীন কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে কারাবাস করেছিলেন, তাঁদের জন্য এই ভাতা চালু করেছিল দেবেন্দ্র ফড়নবীশের সরকার ৷ 2018 সালে লোকতন্ত্র সংগ্রাম সেনানিদের জন্য এই ভাতা ঘোষণা করা হয় ৷ যার আওতায় 5 থেকে 10 হাজার টাকা পেতেন উপভোক্তারা ৷ কিন্তু, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার পর 2020 সালে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয় ৷

বৃহস্পতিবার দেবেন্দ্র জানিয়েছেন, আপাতত প্রায় 3 হাজার 600 জন লোকতন্ত্র সংগ্রাম সেনানি ভাতা পাবেন ৷ আগামিদিনে আরও অন্তত 800 জনকে এই প্রকল্পের আওতায় আনা হবে ৷ দলমত নির্বিশেষে সমস্ত যোগ্য আবেদনকারীই এই আর্থিক সুবিধা পাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.