Mamata Banerjee: মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারকে অবৈধ আখ্যা দিলেন মমতা

author img

By

Published : Jul 4, 2022, 5:35 PM IST

CM Mamata Banerjee on new govt of Maharashtra

মহারাষ্ট্রের সরকার গঠন করলেও মানুষের মন জয় করতে পারেনি বিজেপি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ সোমবার এই নিয়েই সংবাদমাধ্যমে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 4 জুলাই: গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের রাজনৈতিক পালাবদল সংবাদের শিরোনামে রয়েছে । সোমবার এই নিয়েই সংবাদমাধ্যমে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। দেশের প্রথম শ্রেণির এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়ে মহারাষ্ট্রের এই ডামাডোলের জন্য বিজেপি এবং কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি । সরাসরি মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারকে অবৈধ আখ্যা দিয়ে মমতা বলেন, "মহারাষ্ট্রের ক্ষমতা দখল করলেও ওই রাজ্যের মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে বিজেপি ।"

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

এদিন মহারাষ্ট্র সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, "অনেক সরকার দেখেছি ৷ বর্তমানে বিজেপি সরকারের মতো প্রতিশোধ স্পৃহা কখনও দেখিনি ।" তার মতে, মহারাষ্ট্রে জনতার রায়কে উপেক্ষা করে নির্বাচিত সরকারকে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছে । তিনি প্রশ্ন তুলেছেন, বিজেপির কীসের এত ব্যস্ততা ৷ মানি, মাসেল, ইডি এবং সিবিআইয়ের সাহায্য নিয়ে নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হচ্ছে । আমি মনে করি এই সরকারের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই । এই সরকার অনৈতিক, অগণতান্ত্রিক এবং অসংবিধানিক (CM Mamata Banerjee on new govt of Maharashtra)।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "এই লড়াইয়ে বিজেপি সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করেছে মাত্র ৷ তবে মহারাষ্ট্রবাসীর মন জয় করতে পারেনি । এই কাজের জন্য বিজেপিকে আগামিদিনে জবাবদিহি করতে হবে ।" এই মঞ্চ থেকে এদিন বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন কীভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন, বলপূর্বক একটা নির্বাচিত সরকারকে ফেলে দেবেন । কীভাবে তিনি বলতে পারেন, প্রথমে বাংলা তারপর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দখল নেবে তাঁর দল । মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা জোর করে সরকারের দখল নিতে পারেন । কিন্তু মনে রাখবেন দেশের মানুষ সমবেতভাবে আপনাদের জবাব দেবে ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

প্রসঙ্গত, হায়দরাবাদে অনুষ্ঠিত সর্বভারতীয় সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্রের পর বাংলা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে আগামিদিনে সরকার গঠনের কথা বলেন । এর জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অমিত শাহকেই কাঠগড়ায় তুললেন এদিন । বিজেপি-কে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, "আপনারা মানুষকে বুলডোজ করার চেষ্টা করছেন । আগামিদিনে মানুষ আপনাদের অহংকার গুঁড়িয়ে দেবে । আপনারা ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করতে পারেন ৷ কিন্তু আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের মানুষ সমস্ত কিছুর জবাব দেবে । আগামী লোকসভা নির্বাচন হবে প্রতিবাদের ভোট । বিজেপিকে রিজেক্ট করার ভোট ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.