ETV Bharat / bharat

20 Percent Quota for Women Drivers: গাড়ি পার্কিংয়ে 20 শতাংশ সংরক্ষণ, মহিলা চালকদের জন্য বিশেষ সুবিধা মহারাষ্ট্র সরকারের

author img

By

Published : Dec 22, 2022, 6:22 PM IST

গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও (Car Parking) এবার থেকে সংরক্ষণের সুবিধা (20 Percent Quota for Women Drivers) পাবেন মহিলা চালকরা ৷ নতুন সিদ্ধান্ত ঘোষণা মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) ৷

Maharashtra Government declares 20 Percent Quota for Women Drivers in Car Parking area
প্রতীকী ছবি ৷

নাগপুর, 22 ডিসেম্বর: মহিলাদের জন্য চালু হচ্ছে নয়া সংরক্ষণব্যবস্থা ৷ এবার তাঁরা সংরক্ষণের সুবিধা পাবেন গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে (Car Parking) ৷ জনগণের ব্যবহারের জন্য নির্মিত পার্কিং স্থানগুলির 20 শতাংশ (20 Percent Quota for Women Drivers) সংরক্ষিত থাকবে শুধুমাত্র মহিলা চালকদের জন্য ৷ এই সুবিধা দেবে মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা চালকরা যাতে সহজেই পার্কিং প্লেসে তাঁদের জন্য সংরক্ষিত এলাকা চিনে নিতে পারেন, তার জন্য ওই অংশে নির্দিষ্ট বোর্ড লাগিয়ে দেওয়া হবে ৷ আগামী কিছুদিনের মধ্যেই সেই প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷ রাজ্যের নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী মঙ্গল প্রভাবত লোধা বুধবার বিধানসভায় একথা ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন: সংরক্ষণ নিয়ে সুপ্রিম রায়ে স্বস্তিতে বিজেপি, স্বাগত জানাল তৃণমূল-সিপিএম

তাঁর বক্তব্য়ে নারী এবং শিশুকল্যাণমন্ত্রী জানান, এবার থেকে রাজ্যের সর্বত্র, যেখানে যত পার্কিন প্লেস রয়েছে, তার 20 শতাংশ কেবলমাত্র মহিলা চালকদের জন্যই বরাদ্দ থাকবে ৷ সরকারের বক্তব্য, মাঝেমধ্যেই পার্কিং প্লেসে গাড়ি রাখতে গিয়ে হয়রানির শিকার হতে হয় মহিলা চালকদের ৷ তাঁদের সমস্যা মেটাতেই সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.