ETV Bharat / bharat

মহারাজা হরি সিং ভয় পেয়ে অনুচ্ছেদ 370 আনেন, মন্তব্য ফারুক আব্দুল্লার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 11:40 AM IST

Farooq Abdullah on Article 370: জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ 370 লাগু করার পিছনে আসল কারণ ছিল মহারাজা হরি সিংয়ে ভয় ৷ তিনি ভয় পেয়ে জম্মু ও কাশ্মীরের জন্য স্পেশাল স্ট্যাটাস লাগু করেন অনুচ্ছেদ 370 নিয়ে এসে ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 9 জানুয়ারি: 1947 সালে স্বাধীনতার পর পঞ্জাবের লোকজনকে জম্মু ও কাশ্মীরে বসতি স্থাপন করা থেকে আটকাতে চেয়েছিলেন মহারাজা হরি সিং ! আর সেই কারণেই তিনি অনুচ্ছেদ 370 লাগু করেছিলেন ৷ এমনটাই দাবি করলেন ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লা ৷ তিনি দাবি করেছেন, দেশভাগের পর পঞ্জাবের লোকজনকে কাশ্মীরে স্থায়ী বসতি গড়ার থেকে আটকাতে চেয়েছিলেন হরি সিং ৷

ফারুক আব্দুল্লা বলেন, "আমরা অনুচ্ছেদ 370 নিয়ে আসিনি ৷ এটা 1947 সালে মহারাজা হরি সিং নিয়ে এসেছিলেন এবং তা লাগু করিয়েছিলেন ৷ আর সেটা ছিলে শুধুমাত্র ভয়ের কারণে ৷ তিনি ভেবেছিলেন, দেশভাগের পর পঞ্জাব থেকে লোকজন এখানে চলে আসবে এবং স্থায়ী বসতি গড়ে তুলবে ৷ আর আমাদের এখানকার গরিব মানুষরা তাঁদের জমি অমেক কম দামে বিক্রি করে দেবেন ৷" তাঁর মতে, মহারাজা হরি সিং জম্মু ও কাশ্মীরের গরিব মানুষকে রক্ষা করতে বাতিল হওয়া অনুচ্ছেদ 370 লাগু করেছিলেন ৷

তিনি বলেন, "মহারাজা হরি সিং জম্মু ও কাশ্মীরের দরিদ্র মানুষকে বাঁচাতে 370 ধারা নিয়ে আসেন ৷ দেশভাগের পর, তিনি শুধুমাত্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখের স্থানীয় মানুষদের জন্য চাকরি সংরক্ষিত করেছিলেন ৷ এটাই ছিল অনুচ্ছেদ 370 ৷" উল্লেখ্য, গতবছর অর্থাৎ, 2023 সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের অনুচ্ছেদ 370 অবলুপ্তির সিদ্ধান্তে সিলমোহর দেয় ৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অনুচ্ছেদ 370-কে সাময়িক ব্যবস্থা বলে উল্লেখ করেছিল ৷

শুধু তাই নয়, যে আইন লাগু করে স্বরাষ্ট্রমন্ত্রক অনুচ্ছেদ 370 প্রত্যাহার করেছিল ৷ তাতে সই করেছিলেন স্বয়ং রাষ্ট্রপতি নিজে ৷ আর সেই বিষয়টিকে উল্লেখ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, দেশের রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার উপরে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করতে পারে না ৷ 2024 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনকে ৷ তার আগে দ্রুত কেন্দ্রীয় সরকারকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের তকমা দেওয়ার নির্দেশও দিয়েছে সাংবিধানিক বেঞ্চ ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  3. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.