ETV Bharat / bharat

Modi Praises Snehlata Choudhary: 'মন কি বাতে' নারীশক্তির প্রশংসায় স্নেহলতা চৌধুরির নাম মোদির মুখে, কে তিনি ?

author img

By

Published : Mar 26, 2023, 10:05 PM IST

সরাইকেলার বাসিন্দা প্রয়াত স্নেহলতা চৌধুরির (Snehlata Choudhary) প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মুখে ৷ জেনে নিন কে এই স্নেহলতা চৌধুরি ৷

Snehlata Choudhary Narendra Modi ETV Bharat
মন কি বাত স্নেহলতা চৌধুরি

সেরাইকেলা (ঝাড়খণ্ড), 26 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানে ঝাড়খণ্ডের সেরাইকেলার বাসিন্দা প্রয়াত স্নেহলতা চৌধুরিকে (Snehlata Choudhary) শ্রদ্ধা জানিয়েছেন ৷ তাঁকে সমাজের অনুপ্রেরণার উৎস হিসাবে এদিন বর্ণনা করেছেন তিনি । ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "স্নেহলতা চৌধুরির মতো নারীরা সমাজের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস । স্নেহলতার অঙ্গ পেয়ে চারজন নতুন জীবন ফিরে পান । স্নেহলতার চোখের মাধ্যমে দু'জনকে নতুন দৃষ্টি দেওয়া হয়েছে । তাঁর দান করা অঙ্গ থেকেই রোগীরা হার্ট, কিডনি, লিভার ও চোখ পেয়েছেন ।"

কে এই স্নেহলতা চৌধুরি ?

63 বছর বয়সি স্নেহলতা চৌধুরি গত বছরের 17 সেপ্টেম্বর সকালে গামহারিয়া প্রধান সড়কে মর্নিং ওয়াক করার সময় একটি বাইকের ধাক্কায় আহত হন । ওই দুর্ঘটনায় স্নেহলতার মাথায় গুরুতর আঘাত লাগে । এর জেরে তাঁকে প্রথমে সেরাইকেলা সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ যেখানে তাঁর আশংকাজনক অবস্থা দেখে চিকিৎসকরা তাঁকে জামশেদপুরের টিএমএইচ হাসপাতালে রেফার করেন । সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি এইমসে পাঠানো হয় । চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও 30 সেপ্টেম্বর মারা যান স্নেহলতা চৌধুরি ।

স্নেহলতা ছিলেন একজন বলিষ্ঠ নারী: প্রয়াত স্নেহলতা চৌধুরি সামাজিক কাজে অংশ নিতেন । এছাড়াও তিনি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন । তাঁর জীবদ্দশায় তিনি অঙ্গদান, বিশেষ করে চক্ষুদানের মতো কাজকে সমর্থন করেছিলেন । এপ্রসঙ্গে স্নেহলতার স্বামী রমন চৌধুরি জানান, জীবদ্দশায় স্নেহলতা সবসময় চক্ষুদানের কথা বলতেন এবং মানুষকে চক্ষুদানে উদ্বুদ্ধও করতেন ।

স্নেহলতা চৌধুরির ছেলের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর: নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠান চলাকালীন স্নেহলতা চৌধুরির ছেলে অভিজিতের সঙ্গে কথা বলেন । প্রধানমন্ত্রী অভিজিৎ চৌধুরিকে বলেন, আজ সারা দেশ তাঁর মায়ের সিদ্ধান্তকে স্যালুট করছে । তাঁর মা সমাজের গোঁড়া প্রথা ভেঙে দৃষ্টান্ত স্থাপন করেছেন । যা বছরের পর বছর মনে রাখবে সকলে । অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে জানান, অঙ্গদানের মতো পূণ্য কাজে আরও বেশি সংখ্যক মানুষ যুক্ত হন ৷ অঙ্গদানের পাশাপাশি জীবনদানের মতো মহৎ কাজ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুন । উল্লেখ, স্নেহলতা চৌধুরির অঙ্গদানের সিদ্ধান্তে তাঁর স্বামী এবং ছেলেরাও সম্মতি জানিয়েছিলেন ।

আরও পড়ুন: 'মনের কথা'য় দেশের নারীশক্তিকে প্রশংসায় ভরালেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.