ETV Bharat / bharat

Joshimath Crisis Updates: বদ্রীনাথে বিপর্যয়ের ভবিষ্যদ্বাণীই কি সত্যি হবে ? চিন্তা বাড়াচ্ছে জোশীমঠের ধস

author img

By

Published : Jan 24, 2023, 5:13 PM IST

Badrinath ETV  Bharat
বদ্রীনাথ

বদ্রীনাথে বিপর্যয়ের (Badrinath Disaster) ভবিষ্যদ্বাণীই কি সত্যি হতে চলেছে ? জোশীমঠের ভূমিধসের (Joshimath Crisis Updates) ঘটনার পর থেকেই এই আশঙ্কাই দানা বেঁধেছে স্থানীয়দের মনে ৷

দেরাদুন (উত্তরাখণ্ড), 24 জানুয়ারি: জোশীমঠের ভূমিধসের (Joshimath Crisis Updates) কারণে বদ্রীনাথ-সহ অন্যান্য তীর্থকেন্দ্রগুলিতে বিপর্যয় নেমে আসতে পারে । এমনই আশঙ্কা করছেন উত্তরাখণ্ডের বিভিন্ন অংশের মানুষ ৷ এ ক্ষেত্রে সবাইকে ভাবাচ্ছে পুরোহিতদের এক ভবিষ্যদ্বাণী ৷ আদি শঙ্করাচার্যের মতো ঋষিরা বহু শতাব্দী আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বদ্রীনাথের (Badrinath Disaster) প্রধান মন্দির শেষ পর্যন্ত একটি বিপর্যয়ের মুখোমুখি হবে ।

রাজ্যের লোকেরা বিশেষ করে ভক্তরা বিশ্বাস করেন যে, দেব-দেবীরা উত্তরাখণ্ড অঞ্চলে বাস করেন ৷ সম্প্রতি ভূমিধস, বন্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ভয় স্থানীয়দের তাড়িয়ে বেড়াচ্ছে ৷ বিখ্যাত মন্দিরের পুরোহিতরা ভয় পাচ্ছেন যে, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাচীন মন্দিরগুলি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির সম্মুখীন হতে পারে ।

প্রধান বদ্রীনাথ মন্দিরের আশপাশে অবস্থিত ভবিষ্য বদ্রী মন্দিরের পুরোহিত কালু মহারাজ বলেন, "এখানে একটি শিলা রয়েছে যার উপর অনাদিকাল থেকে বিভিন্ন দেব-দেবী উদ্ভাসিত হচ্ছে । এটি একটি দেবতার আবাস । ভবিষ্য বদ্রী বিশালে অলৌকিক ঘটনা ঘটছে । কেদারনাথ মন্দিরে বিপর্যয় আঘাত হানার পর, পাথরে দেবতার আবির্ভাব আরও স্পষ্ট হয়ে ওঠে ।"

আরও পড়ুন: জোশীমঠ ধস ম্যানমেড ! জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি একাধিক সংগঠনের

স্থানীয় লোকজন জানান, জায়গাটিতে কিছু রহস্যময় পরিবেশ রয়েছে । স্থানীয় একজনের কথায়, "এই জায়গায় অনেক অব্যক্ত ঘটনা ঘটেছে । তাই জায়গাটি অবশ্যই একটি ভবিষ্য বদ্রী হবে ৷" অতীতের আচার্যদের পর্যবেক্ষণের কথা স্মরণ করে ধর্মীয় নেতা সন্তোষ খান্দুরি বলেন, "প্রায় পাঁচ হাজার বছর আগে আদিগুরু শঙ্করাচার্য ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বদ্রীনাথ ধামের বর্তমান মন্দিরে সবকিছু বদলে যাবে । কিছু বিপর্যয় এই অঞ্চলে আঘাত করবে । নতুন জায়গায় ভবিষ্য বদ্রী ধামে ভগবানকে দেখতে পাবেন ভক্তরা ।"

হিমালয়ের বিজ্ঞানী ডিপি ডোভাল বলেন, "হিমালয় অঞ্চলে অনেক কিছু হচ্ছে । এই অঞ্চলের শিলা শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় । ধ্বংসাবশেষ উপরের দিকে যাচ্ছে । পাশাপাশি হিমালয় উত্তর দিকে যাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.