ETV Bharat / bharat

করোনা ভাইরাসের উৎস কোথায় ? তদন্ত করতে পারে ভারত

author img

By

Published : Jun 5, 2021, 10:54 AM IST

করোনাভাইরাস
করোনাভাইরাস

সার্স কোভ-2-এর উৎস কোথায় ? এর সন্ধানের দাবিতে ইতিমধ্যে তোলপাড় বিশ্ব ৷ ভারতও এবার এর বিরুদ্ধে একটি অপরাধজনক তদন্ত করার চিন্তাভাবনা করছে ৷

নিউদিল্লি, 5 জুন : কোভিড-19-এর জন্য দায়ী সার্স-কোভ-2 ভাইরাসের উৎস কী, এ নিয়ে অপরাধমূলক তদন্তে নামার কথা চিন্তা করছে ভারত ৷ ইতিমধ্যে বিশ্বের নানা দেশ এই মারণ ভাইরাসের উৎস খোঁজার দাবি জানিয়ে আসছে ৷ এখনও অবধি সারা বিশ্বে 37 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণে ৷

আরও পড়ুন : স্পুটনিক ভি উৎপাদনে প্রাথমিক ছাড়পত্র পেল সেরাম

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই অনুসন্ধানের জন্য একটি খসড়া তৈরি করে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর করার জন্য ৷ যদি সেটা অনুমোদন পায়, তাহলে দেশের "উইপনস অফ মাস ডেসট্রাকশন অ্যাক্ট, 2005"-এর অধীনে ইন্ডিয়ান পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা, আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট বা ইউএপিএ অনুযায়ী এই এফআইআর দায়ের করা হবে ৷

2019-এর ডিসেম্বরে চিনের ইউহান শহরে করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায় ৷ এটা ভারতের বিরুদ্ধে চিনের "জৈব-যুদ্ধ"-র ষড়যন্ত্র ৷ চিনকে এই অভিযোগে অভিযুক্ত করতে পারে ভারত ৷ তবে এখনও এটা প্রাথমিক স্তরেই রয়েছে ৷

একটি সূত্র জানিয়েছে, এটা এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে ৷ কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.