ETV Bharat / bharat

India response to Pakistan: মনোভাব না-বদলালে চিরকাল ব্রাত্যই থাকতে হবে, পাকিস্তানকে কড়া জবাব ভারতের

author img

By

Published : Dec 16, 2022, 6:47 PM IST

প্রতিবেশী পাকিস্তানকে (Pakistan) ফের কড়া জবাব দিল ভারত (India) ৷ পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির (Bilawal Bhutto Zardari) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে করা বিতর্কিত মন্তব্যের পরই পালটা টুইট বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির (Arindam Bagchi) ৷

India response to Pakistan strongly after Bilawal Bhutto Zardari comment on Narendra Modi
India response to Pakistan: মনোভাব বদলান, না হলে চিরকাল ব্রাত্যই থেকে যাবেন ! পাকিস্তানকে কড়া জবাব ভারতের

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: ফের একবার পাকিস্তানকে (Pakistan) যোগ্য জবাব দিল ভারত ৷ শুক্রবার ভারতের (India) তরফ থেকে পড়শির উদ্দেশে বলা হয়, পাকিস্তানকে তার মনোভাব বদলাতে হবে ৷ তা না হলে তারা চিরকাল ব্রাত্যই (Pariah) থেকে যাবে ৷ নয়াদিল্লির তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) একটি টুইট করেন ৷ তাতেই সংশ্লিষ্ট ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করা হয় ৷ কিন্তু, হঠাৎ করে ভারত এমন মন্তব্য করল কেন ? ওয়াকিবহাল মহলের বক্তব্য, পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) উদ্দেশ করে যে কুকথা বলেছেন, তারই জবাবে পাকিস্তানকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ভারত ৷

ঠিক কী বলেছেন বিলাওয়াল ? তিনি বলেন, "ওসামা বিন লাদেন মারা গিয়েছেন ৷ কিন্তু, গুজরাতে অসংখ্য জীবন কেড়ে নেওয়া জল্লাদ এখনও জীবিত রয়েছেন !" স্বাভাবিকভাবেই পাক বিদেশমন্ত্রীর এমন মন্তব্য চুপচাপ হজম করতে নারাজ নয়াদিল্লি ৷ আসলে এই বাকযুদ্ধের সূচনা বিলাওয়ালই করেছিলেন ৷ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলন চলাকালীন হঠাৎই কাশ্মীর প্রসঙ্গ তোলেন তিনি ৷ জবাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর মনে করিয়ে দেন, যে দেশ ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল, যারা পড়শি দেশের সংসদে হামলা চালিয়েছিল, তাদের মুখে এসব কথা মানায় না ৷

আরও পড়ুন: 'লাদেনকে আশ্রয়, সংসদে হামলা'র ঘটনা মনে করিয়ে পাকিস্তানকে কড়া জবাব বিদেশমন্ত্রীর

এরপর ফের মাঠে নামেন বিলাওয়াল ৷ আন্তর্জাতিক মঞ্চে ভারতের বার্তা ছিল, প্রতিবেশী পাকিস্তান আদতে সন্ত্রাসের আখরা ! এর জবাবে বিলাওয়াল বলেন, "নির্দিষ্ট কোনও পদের মাধ্যমে দায়িত্ববোধ তৈরি হয় না ৷ দায়িত্ববোধ আদতে একজন ব্যক্তির চরিত্রের অংশ ৷ কোনও পদে না থেকেও অনেকে দায়িত্বশীল হন ৷ আবার অনেকে পদাধিকারী হয়েও দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেন ৷"

এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "এই ধরনের মন্তব্য অত্যন্ত নিম্ন রুচির ৷ এমনকী, পাকিস্তানও আগে কখনও এমন করেনি ৷ পাক বিদেশমন্ত্রী মনে হয় 1971 সালের সেই দিনটির কথা ভুলে গিয়েছেন ৷ যেদিন, বাঙালি এবং হিন্দুদের উপর পাকিস্তানের মদতে গণহত্যার মতো অপরাধ ঘটানো হয়েছিল ৷ দুর্ভাগ্য়ের বিষয় হল, আজও সংখ্যালঘুদের প্রতি পাকিস্তানের আচরণ খুব একটা বদলায়নি ৷"

একইসঙ্গে, অরিন্দম বাগচি মনে করিয়ে দেন, শুধুমাত্র ভারত নয় ৷ পাক মদতপুষ্ট জঙ্গিদের নিশানায় থেকেছে ইংল্যান্ড ও আমেরিকার মতো দেশও ৷ তিনি এই সন্ত্রাসকে 'পাকিস্তানের তৈরি' (Made in Pakistan) বলেও অবিহিত করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.