ETV Bharat / bharat

Corona Update in India: দেশে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

author img

By

Published : Mar 2, 2022, 11:49 AM IST

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Corona Update in India) আক্রান্ত হলেন 7 হাজার 554 জন ৷ মৃত্যু হয়েছে 223 জনের (COVID-19 cases in india) ৷

India reports 7,554 new COVID-19 cases, 223 deaths in last 24 hours, Active caseload stands at 85,680
দেশে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

নয়াদিল্লি, 2 মার্চ: দেশে কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ (Corona Update in India) ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 7 হাজার 554 জন (India reports 7,554 new COVID-19 cases)৷ এর আগের দিন এই সংখ্যাটাই ছিল 6 হাজার 915 জন ৷ সামান্য বেড়েছে মৃত্যুও ৷

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (COVID-19 cases in india) দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 223 জন ৷ মঙ্গলবারের রিপোর্টে মৃতের সংখ্যা ছিল 180 ৷ দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 5 লক্ষ 14 হাজার 246 জনের ৷ 70 শতাংশ মৃত্যুই কো-মর্বিডিটির কারণে হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : Corona Update in India : দেশে দৈনিক করোনা সংক্রমণ 7 হাজারের নিচে

মোট আক্রান্তের সংখ্যা 4 কোটি 29 লক্ষ 38 হাজার 599 জন ৷ তবে আজ নিয়ে টানা 24 দিন করোনার দৈনিক সংক্রমণ এক লাখের নিচে থাকল ৷ দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা আরও কমে হয়েছে 85 হাজার 680 জন ৷ এই সংখ্যাটা মোট সংক্রমণের 0.20 শতাংশ ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 92 হাজার 472 জন ৷

আগের থেকে ভাল হয়েছে সুস্থতার হারও ৷ মন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশে করোনায় সুস্থতার হার 98.60 শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছেন 4 কোটি 23 লক্ষ 38 হাজার 673 জন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু এক, সংক্রমণ নামল দু‘অঙ্কে

এখনও পর্যন্ত দেশে 177 কোটি 79 লক্ষের বেশি সংখ্যক কোভিড-19 ডোজ (Covid-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.