ETV Bharat / city

Corona Update in Bengal : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু এক, সংক্রমণ নামল দু‘অঙ্কে

author img

By

Published : Feb 28, 2022, 7:59 PM IST

Corona Update in Bengal
গত চব্বিশ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু একজনের

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 89 জন (Corona Update in Bengal) ৷

কলকাতা, 28 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের প্রকাশিত স্বাস্থ্য বুলটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় বাংলায় আরও শক্তিক্ষয় হল করোনার ৷ সংক্রমণের হার থেকে আক্রান্তের সংখ্যা হোক, কিংবা মৃত্যু ৷ সবই কমল গত 24 ঘণ্টায় ৷ আক্রান্তের সংখ্যা দু'অঙ্কের ঘরে কমে আসার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হল মাত্র একজনের ৷ রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 89 জন (WB Registers 89 New COVID Cases In Last 24 Hours) ৷

আগের দিন এই সংখ্যাটা ছিল 215 ৷ দৈনিক সংক্রমণের হার কমে হল 0.50 শতাংশ (Corona Update in Bengal) ৷ কেবল দক্ষিণ 24 পরগনায় সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে গত 24 ঘণ্টায় ৷ গতকাল সংখ্যাটা ছিল 3 ৷ এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা 21 হাজার 176 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ 15 হাজার 107 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 204 জন ৷ এ যাবৎ রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়েছেন 19 লাখ 92 হাজার 103 জন ৷

আরও পড়ুন : তৃতীয় ঢেউয়ে করোনার দৈনিক সংক্রমণ 10 হাজারে

যদিও গতকাল রাজ্যে নমুনা পরীক্ষার হার অনেকটাই কম হয়েছে ৷ গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে 17 হাজার 694 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 42 লাখ 12 হাজার 326 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকা পেয়েছেন 9 হাজার 671 জন ৷ তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 447 জন ৷ দ্বিতীয় ডোজ প্রাপকের সংখ্যা 8 হাজার 432 ৷ বুস্টার ডোজ পেয়েছেন 792 জন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.