ETV Bharat / bharat

lakhimpur Kheri case : লখিমপুর খেরিতে মৃত বেড়ে 8, তীব্র নিন্দা মমতার ; যাচ্ছে 5 সদস্যের তৃণমূলের প্রতিনিধিদল

author img

By

Published : Oct 4, 2021, 6:42 AM IST

Updated : Oct 4, 2021, 7:27 AM IST

lakhimpur Kheri case
লখিমপুরকাণ্ডে মৃত বেড়ে 8, ঘটনার তীব্র নিন্দা মমতার

গোটা ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত হতে শুরু করেছে দেশের রাজনীতি ৷ ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 4 অক্টোবর : কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে মৃতের সংখ্যা বেড়ে হল 8 ৷ লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং এই তথ্য দিয়েছেন ৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক বলে জানা গিয়েছে ৷ পরিস্থিতি উত্তপ্ত হতেই বন্ধ করে দেওয়া হয়েছে লখিমপুর খেরির ইন্টারনেট ব্যবস্থা ৷

গোটা ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত হতে শুরু করেছে দেশের রাজনীতি ৷ ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "লখিমপুর খেরির নির্মম ঘটনার তীব্র নিন্দা করছি ৷ আমাদের কৃষকদের প্রতি বিজেপি-র এই ব্যবহারে আমি গভীরভাবে ব্যাথিত ৷ আমরা শর্তহীন ভাবে সবসময় আমাদের কৃষকদের পাশে আছি ৷" পাশাপাশি তিনি জানিয়েছেন, সোমবারই লখিমপুরে যাবে তৃণমূলের এক প্রতিনিধি দল ৷ প্রতিনিধি দলে থাকছেন 5 সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব ও আবীর রঞ্জন বিশ্বাস ৷ তাঁরা দেখা করবেন মৃতদের পরিবারবর্গের সঙ্গে ৷

  • I strongly condemn the barbaric incident in Lakhimpur Kheri. The apathy of @BJP4India towards our farmer brethren pains me deeply.

    A delegation of 5 @AITCofficial MPs will be visiting the families of the victims tomorrow. Our farmers will always have our unconditional support.

    — Mamata Banerjee (@MamataOfficial) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lakhimpur Kheri Clash : আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ, উত্তাল লাখিমপুর খেরি

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ গোটা ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে ঘটনার তদন্তের দাবি জানান হয়েছে সংগঠনের তরফে ৷

তবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির দাবি, ওই আন্দোলনে কৃষকদের ছদ্মবেশে বেশ কিছু দুষ্কৃতী ছিল ৷ তারাই এই ঘটনার জন্য দায়ী ৷ তাঁর পাল্টা অভিযোগ, ঘটনাস্থলে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে তাঁর গাড়ির ড্রাইভারকেও ৷ অজয় মিশ্র টেনির দাবি, তাঁর ছেলে কোনওভাবেই এই ঘটনায় জড়িত নন ৷ যদিও কৃষকরা এই দাবি মানতে চাননি ৷

Last Updated :Oct 4, 2021, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.