ETV Bharat / bharat

Post Poll Violence : হিংসার বলি 25, নিগৃহীত 7 হাজার মহিলা ; অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কেন্দ্রের

author img

By

Published : Jun 29, 2021, 8:45 PM IST

রিপোর্টে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তরা পুলিশে অভিযোগ জানাননি ৷ কারণ, ভয় ছিল পুলিশে জানালে যদি আবারও একই ঘটনা হয় ৷ অথবা পুলিশের উপর তাঁদের ভরসা ছিল না ৷

Post Poll Violence
বাংলায় ভোট পরবর্তী হিংসা

নয়াদিল্লি, 29 জুন : একটি রিপোর্টে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় 15 হাজার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে । হিংসার বলি হয়েছেন 25 জন । নিগৃহীত হয়েছেন প্রায় 7 হাজার মহিলা । এবার সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল কেন্দ্র ।

স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, সিকিম হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বে নাগরিক সমাজের একটি গ্রুপ যে রিপোর্ট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে 2 মে ভোটের ফলাফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম ও শহরে হিংসা ছড়িয়ে পড়েছে ।

রিপোর্টে লেখা হয়েছে, এটি একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যা ঘটেছে, তার বেশিরভাগই কোনও বিক্ষিপ্ত ঘটনা নয় । বরং ভীষণভাবে পূর্বনির্ধারিত, সংগঠিত এবং ষড়যন্ত্রমূলক । জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক গোটা রিপোর্টটি খতিয়ে দেখবে ৷ তারপর যা যা নির্দেশ দেওয়ার প্রয়োজন, তা দেবে ।

রিপোর্টের কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের 16 টি জেলার কথা উল্লেখ করেছেন । হিংসায় জড়িত ব্যক্তিরা অসম, ঝাড়খণ্ড ও ওড়িশায় গিয়ে গা ঢাকা দিয়েছে বলেও বলা হয়েছে রিপোর্টে । বেশ কয়েকজন দুষ্কৃতী, মাফিয়া, যাদের এর আগেও পুলিশের খাতায় নাম ছিল, তারাই মূলত এই হিংসা চালিয়েছে । এর থেকে স্পষ্ট, তারা কোনও একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিল এবং ভোটের পরে বিপক্ষ দলের মুখ বন্ধ করতে তাদের ব্যবহার করা হয়েছে ।

আরও পড়ুন : ভোটের হিংসায় গ্রাম বাংলার কাছে কি হেরে গেল কলকাতা ?

রিপোর্টে উল্লেখ রয়েছে, বেশ কিছু বাড়ি ও অফিস-দোকানপাট ভাঙচুর করা হয়েছে । উদ্দেশ্য ছিল আক্রান্তদের স্বাভাবিক জীবন ব্যাহত করে আর্থিকভাবে চাপের মুখে ফেলে দেওয়া । দিনমজুরির সঙ্গে যুক্তরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন । রিপোর্টে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তরা পুলিশে অভিযোগ জানাননি ৷ কারণ, ভয় ছিল পুলিশে জানালে যদি আবারও একই ঘটনা হয় ৷ অথবা পুলিশের উপর তাঁদের ভরসা ছিল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.