ETV Bharat / bharat

Kapil Sibal on Suspension of 12 MPs: সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে তোপ সিবালের

author img

By

Published : Nov 30, 2021, 9:34 AM IST

Winter session of parliament: government-intends-to-make-parliament-dysfunctional-says-kapil-sibal-on-suspension-of-12-mps
সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে মত সিবালের

12 সাংসদকে বরখাস্ত ৷ এই ঘটনার জন্য শীতকালীন অধিবেশনের (Winter session of parliament) প্রথম দিন সংসদের ইতিহাসে কালো দিন (black day in the history of Parliament) হিসেবে লেখা থাকবে ৷ দাবি কপিল সিবালের (Kapil Sibal on suspension of 12 MPs) ৷

নয়াদিল্লি, 30 নভেম্বর: সংসদকে নিষ্ক্রিয় করে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যসভা থেকে 12জন বিরোধী সাংসদকে (suspension of 12 MPs) বরখাস্ত করার পর এটাই প্রতিক্রিয়া শীর্ষ কংগ্রেস নেতা কপিল সিবালের (Kapil Sibal on suspension of 12 MPs)৷ শীতকালীন অধিবেশনের (Winter session of parliament) প্রথম দিনটাকে সংসদের ইতিহাসে কালো দিন (black day in the history of Parliament) বলে আখ্যা দিলেন তিনি ৷

সোমবার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে 12 জন সাংসদকে (Twelve Rajya Sabha MPs Suspended ) ৷ বাদল অধিবেশনে সংসদের ভিতরে বিক্ষোভ দেখানোর কারণে 12 জন সাংসদকে বরখাস্ত করার কথা ঘোষণা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ৷ বাদল অধিবেশনের শেষ দিনে গণ্ডগোলের ঘটনার নিন্দা করে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী (Union Minister of Parliamentary Affairs ) প্রহ্লাদ যোশি (Pralhad Joshi)৷ তারই জেরে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয় বিরোধী দলের 12 জন সাংসদকে ৷

এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস নেতা কপিল সিবাল বলেন, "সংসদের ইতিহাসে এটা একটা কালো দিন ৷ সরকারের উদ্দেশ্য স্পষ্ট ৷ তারা এই প্রতিষ্ঠানকে নিষ্ক্রিয় করে রাখতে চাইছে ৷"

আরও পড়ুন: Twelve Rajya Sabha MPs Suspended : রাজ্যসভা থেকে সাসপেন্ড 12 সাংসদ

তাঁর কথায়, "সরকার এটা জানে যে, এই ভাবে কোনও শুনানি হওয়া বা ব্যাখ্যা শোনার আগেই সাংসদদের বরখাস্ত করা হলে বিরোধীরা চুপ করে থাকবে না, বয়কট বা এ রকম কোনও পদক্ষেপ করবে ৷ তখন সরকার বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে বলবে বিরোধীরা সংসদ চালাতে দিচ্ছে না ৷ আসলে সরকারই সংসদ চলতে দিতে চায় না ৷ এটাই সত্যি ৷"

সরকারই সংসদকে অচল করে রেখেছে বলে দাবি করে সিবাল বলেছেন, "সংসদকে ছাড়া তারা যে যে কাজ করে নিতে চায় সেগুলিই তারা করতে চাইছে ৷ তারা কোনও আলোচনা ছাড়াই একটা আইন (কৃষি আইন) পাশ করিয়ে নিল এবং কোনও আলোচনা ছাড়াই আইনটি প্রত্যাহার হল ৷" তাঁর প্রশ্ন, "সরকার যদি নিজেদের মতো করেই সবকিছু করতে চায় তাহলে আর সংসদ বা বিরোধীদের কী প্রয়োজন ?"

আরও পড়ুন : Shashi Tharoor With Women MPs: সংসদে নারীসঙ্গে শশী ! মহিলা সাংসদদের নিয়ে ছবি পোস্টে বিতর্ক

বরখাস্ত হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূলের দোলা সেন ও শান্তা ছেত্রী, সিপিএমের এলামারাম করিম, সিপিআই-এর বিনয় বিশ্বম, কংগ্রেসের ফুলো দেবী নেতাম, ছায়া ভার্মা, রিপুন বরা, রাজামণি প্যাটেল, সৈয়দ হুসেন ও অখিলেশ সিং এবং শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাই ৷

আরও পড়ুন: Rahul Gandhi on Farm Laws Repeal : আলোচনা ছাড়াই কৃষি আইন বাতিল, কেন্দ্রকে ভীতু বলে কটাক্ষ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.