ETV Bharat / bharat

Twelve Rajya Sabha MPs Suspended : রাজ্যসভা থেকে সাসপেন্ড 12 সাংসদ

author img

By

Published : Nov 29, 2021, 3:50 PM IST

Updated : Nov 29, 2021, 7:43 PM IST

বাদল অধিবেশনে সংসদের ভিতরে বিক্ষোভ দেখানোর কারণে সোমবার সাসপেন্ড করা হল রাজ্যসভার 12 সাংসদকে ৷ তালিকায় রয়েছে তৃণমূলের দোলা সেন ও শান্তা ছেত্রীর নাম (the list includes name of dola sen and shanta chetri from TMC) ৷

Twelve Rajya Sabha MPs
রাজ্যসভা থেকে সাসপেন্ড 12 সাংসদ

নয়াদিল্লি, 29 নভেম্বর : সংসদের শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল 12 জন সাংসদকে (Twelve Rajya Sabha MPs Suspended ) ৷ বাদল অধিবেশনে সংসদের ভিতরে বিক্ষোভ দেখানোর কারণে সোমবার সাসপেন্ড করা হল এই 12 সাংসদকে ৷ এদিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ৷

এদিন যে 12 জন সাংসদকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে তৃণমূল, কংগ্রেস, বাম ও শিবসেনার সাংসদদের নাম ৷ তালিকায় রয়েছেন তৃণমূলের দোলা সেন ও শান্তা ছেত্রী ৷ সিপিএমের এলামারাম করিম, সিপিআই-এর বিনয় বিশ্বমের নাম রয়েছে সাসপেন্ড হওয়া 12 জন সাংসদের এই তালিকায় ৷

আরও পড়ুন : Shashi Tharoor With Women MPs: সংসদে নারীসঙ্গে শশী ! মহিলা সাংসদদের নিয়ে ছবি পোস্টে বিতর্ক

এছাড়াও কংগ্রেসের 6 ও শিবসেনার 2 সাংসদের নাম রয়েছে এই তালিকায় ৷ কংগ্রেসের ফুলো দেবী নেতাম, ছায়া ভর্মা, রিপুন বরা, রাজামনি প্যাটেল, সৈয়দ হুসেন ও অখিলেশ সিংয়ের নাম আছে তালিকায় ৷ রয়েছে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাইয়ের নামও ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বাদল অধিবেশনে সংসদের ভিতরে বিক্ষোভ দেখিয়েছিলেন এই 12 জন বিরোধী সাংসদ ৷ শীতকালীন অধিবেশনের বাকি পুরো পর্বেই আর অংশ নিতে পারবেন না এই সাংসদরা ৷

Twelve Rajya Sabha MPs Suspended
এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে বিরোধী দলগুলি ৷ বিষয়টি নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে 14টি রাজনৈতিক দল ৷

এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে বিরোধী দলগুলি ৷ বিষয়টি নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, শিবসেনা, সপা, এনসিপি, আরজেডি, সিপিএম, সিপিআই, আপ, টিআরএস-সহ মোট 14টি রাজনৈতিক দল ৷ বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যসভার নিয়ম (Rules of Procedure of Rajya Sabha) উলঙ্ঘণ করে যেভাবে 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সম্মিলিত ভাবে তার নিন্দা করছে বিরোধীরা ৷ বিষয়টিকে সরকারের কর্তৃত্ব ফলানোর চেষ্টা বলেই দেখছে বিরোধীরা ৷ বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসবে বিরোধী দলগুলি ৷

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে ৷

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে ৷

Last Updated : Nov 29, 2021, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.