ETV Bharat / bharat

Rahul Gandhi on Farm Laws Repeal : আলোচনা ছাড়াই কৃষি আইন বাতিল, কেন্দ্রকে ভীতু বলে কটাক্ষ রাহুলের

author img

By

Published : Nov 29, 2021, 3:56 PM IST

government is scared to discuss, says rahul gandhi on farm laws repeal
Rahul Gandhi on Farm Laws Repeal : আলোচনা ছাড়াই কৃষি আইন বাতিল, কেন্দ্রকে ভীতু বলে কটাক্ষ রাহুলের

কোনও আলোচনা ছাড়াই সংসদে পাশ হয়ে গেল কৃষি আইন বাতিল বিল, 2021 (Farm Laws Repeal Bill, 2021) ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Farm Laws Repeal) ৷ তাঁর বক্তব্য, সরকার জানে তারা ভুল করেছে ৷ আর সেই কারণেই আলোচনা করতে ভয় পাচ্ছে তারা ৷

নয়াদিল্লি, 29 নভেম্বর : নরেন্দ্র মোদির সরকার যে কোনও আলোচনাকেই অত্যন্ত ভয় পায় ৷ সোমবার সংসদে কৃষি আইন বাতিল বিল, 2021 (Farm Laws Repeal Bill, 2021) পাশ হয়ে যাওয়ার পরই এনিয়ে তোপ দাগেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Farm Laws Repeal) ৷ তাঁর অভিযোগ, বিল পাশ করানোর আগে তা নিয়ে আলোচনা করার দাবি তুলেছিলেন বিরোধীরা ৷ কিন্তু, সরকারপক্ষ সেই দাবিকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেনি ৷

আরও পড়ুন : Rajya Sabha passes Farm Law Repeal Bill 2021: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ এদিন সকালে লোকসভায় কৃষি আইন বাতিল বিল, 2021 পেশ করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar place Farm Laws Repeal Bill, 2021) ৷ বিরোধীরা বিল পাশ করার আগে এ নিয়ে আলোচনার দাবি তোলেন ৷ কিন্তু, তাঁদের সেই দাবি অগ্রাহ্য করা হয় বলে অভিযোগ ৷ এরপর হট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷ পরে ফের শুরু হয় সভার কাজ ৷ তখনই ধ্বনি ভোটে বিল পাশ করে দেয় সরকারপক্ষ ৷ এরপর রাজ্যসভাতেও পাশ হয়ে যায় কৃষি আইন বাতিল বিল (farm laws repeal bill 2021) ৷

বিল পাশ করার ক্ষেত্রে সরকারের এই আচরণে ক্ষুব্ধ বিরোধীরা ৷ প্রসঙ্গত, গত বছর সংসদে যখন তিনটি নয়া কৃষি বিল পাস করানো হয়েছিল, তখনও ঠিক একইভাবে বিরোধীদের মতামতকে পাত্তা দেওয়া হয়নি ৷ তাঁদের বিরোধিতা সত্ত্বেও ধ্বনিভোটে আইন পাশ করা হয়েছিল ৷ এবার সেই আইন প্রত্যাহারের ক্ষেত্রেও একই আচরণ করল সরকার ৷

এদিনের ঘটনার প্রেক্ষিতে রাহুল গান্ধি বলেন, ‘‘সরকার আলোচনা করতে ভয় পাচ্ছে ৷ ওরা জানে যে ওরা ভুল করেছে ৷ যে কৃষকরা তাঁদের জীবনের বলিদান দিয়েছেন, তাঁদের নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল ৷ যাঁরা এই তিন কৃষি আইন প্রণয়নের নেপথ্য ছিলেন, যাঁরা লখিমপুর খেরির ঘটনার জন্য দায়ী ছিলেন, আইন প্রত্যাহার ছাড়াও কৃষকদের আরও যা দাবিদাওয়া ছিল, সেই সব কিছু নিয়ে আলোচনা করার দরকার ছিল ৷ কিন্তু, সেসব না করেই সরকার বিল পাশ করে ৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷’’

আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

রাহুলের দাবি, ‘‘সরকারপক্ষ মনে করছে তারা কৃষক এবং ক্ষেতমজুরদের আওয়াজ দমিয়ে দিতে পারবে ৷ তাদের মধ্যে তাই বেশ কিছু ধন্ধ রয়েছে ৷ কিন্তু, সরকার কৃষকের প্রকৃত ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না ৷ প্রধানমন্ত্রী আগেই ক্ষমা চেয়েছেন ৷ অর্থাৎ তিনি নিজের ভুল স্বীকার করে নিয়েছেন ৷ সুতরাং এবার সরকারকে ক্ষতিপূরণও দিতে হবে ৷’’ সোনিয়া তনয়ের আক্ষেপ, বিল পাশ করার আগে তারা এ নিয়ে আলোচনা করতে চাইলেও সরকার সেই সুযোগ দিল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.