ETV Bharat / bharat

Gorakhnath Temple Attack Case: গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আব্বাসিকে মৃত্যুদণ্ডের সাজা

author img

By

Published : Jan 30, 2023, 9:01 PM IST

ETV Bharat
আহমেদ মুর্তাজা আব্বাসি

2022 সালের 3 এপ্রিল গোরক্ষনাথ মন্দিরে হামলা চালায় আহমেদ মুর্তাজা আব্বাসি নামে এক ব্যক্তি ৷ দুই নিরাপত্তাকর্মী আহত হন সেই ঘটনায় (Gorakhnath Temple attack incident) ৷

লখনউ, 30 জানুয়ারি: উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরের হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আহমেদ মুর্তাজা আব্বাসিকে (Ahmed Murtaza Abbasi) মৃত্যুদণ্ড দিল আদালত ৷ সোমবার লখনউয়ের বিশেষ এনআইএ কোর্ট এই রায় দিয়েছে ৷ 60 দিনের শুনানি চলার পর এই সাজা দেওয়া হয়েছে আব্বাসিকে ৷ শনিবারই এই মামলায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত (Gorakhnath temple attacker sentenced to death) ৷

উল্লেখ্য, গত বছর 3 এপ্রিল গোরক্ষনাথ মন্দিরে (Gorakhnath Temple) হামলা চালিয়েছিল আহমেদ মুর্তাজা আব্বাসি নামে ওই ব্যক্তি ৷ সে জোর করে মন্দিরের ভিতরে প্রবেশের চেষ্টা করে এবং সেখানকার নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ করে ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক আব্বাসি ৷ ওই ঘটনায় আহত হল 2 জন পুলিশ কনস্টেবল ৷ সোমবার, এনআইএ কোর্টের বিচারক বিবেকানন্দ শারান ত্রিপাঠি আব্বাসিকে মৃত্যুদণ্ডের সাজার কথা ঘোষণা করেন ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 121 ধারা (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চেষ্টা) ও 307 নং ধারায় মামলা রুজু হয়েছিল ৷ প্রথম মামলাতেই তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে (Lucknow NIA court)৷

আরও পড়ুন: ভূগোলের ক্লাস থেকে ডেকে ঠাকুরমার মৃত্যু সংবাদ দেন প্রিন্সিপাল, শ্রীনগরে অকপট রাহুল

গত বছর 4 এপ্রিল এই মামলায় এফআইআর রুজু হয় ৷ অভিযোগ দায়ের করেন বিনয়কুমার মিশ্র নামে এক ব্যক্তি ৷ বিনয় তাঁর বয়ানে জানান, 3 এপ্রিল জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করেন আব্বাসি ৷ একটি কাস্তে দিয়ে সে হামলা চালায় নিরাপত্তারক্ষীদের উপরে ৷ এর ফলে 2 জন নিরাপত্তা কর্মী আহত হন ৷ আব্বাসিকে গ্রেফতারের সময় তার কাছ থেকে কাস্তেটিও বাজেয়াপ্ত হয় ৷ উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) ঘটনার তদন্ত শুরু করে ৷ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তরফেও এই ঘটনাকে জঙ্গি হামলার চেষ্টা বলেই ব্যাখ্যা করা হয়েছিল ৷

আরও পড়ুন: সন্ত তুকারামকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য বাগেশ্বর বাবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.