ETV Bharat / bharat

Gold Busicuit Seized : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট

author img

By

Published : Nov 29, 2021, 3:41 PM IST

BSF
টোটোর ব্যাটারির ভিতর থেকে উদ্ধার হয় ছ'টি সোনার বিস্কুট ৷

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে লক্ষাধিক টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ (Border Security Force)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, করোনার বিধিনিষেধে শিথিলতা আসতেই আবারও সীমান্তে অনুপ্রবেশকারীরা সক্রিয় হয়ে উঠেছে ৷ গত এক মাসেরও বেশি সময় ধরে বারবার তা স্পষ্ট হয়েছে।

স্বরূপনগর, 29 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য পেল বিএসএফ (Border Security Force)। পাচারের আগেই প্রায় 40 লক্ষ টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরলেন বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । সোমবার সকালে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে এক টোটোচালকের গতিবিধি দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের । এরপর টোটোটি আটকে শুরু হয় তল্লাশি ।

বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে টোটোর ব্যাটারির ভিতর থেকে উদ্ধার হয় ছ'টি সোনার বিস্কুট (Gold busicuit seized in Indo-Bangladesh Border) । যেগুলির মোট ওজন 700 গ্রাম, বর্তমান বাজারমূল্য প্রায় 40 লক্ষ টাকা । বিএসএফের অনুমান, বিপুল টাকার এই সোনার বিস্কুট বাংলাদেশে পাচারের ছক কষছিল সুমন মণ্ডল নামে ওই টোটোচালক । ওই টোটো চালককে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । একইসঙ্গে বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট স্বরূপনগর শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : Financial fraud at Mathurapur: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

উত্তর 24 পরগণার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয় ৷ এর আগেও বসিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে নানা ধরনের জিনিস পাচারের চেষ্টা হয়েছিল । কিন্তু প্রতিবারই সেই পাচার রুখে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা‌ । সম্প্রতি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে কয়েক কোটি টাকার সোনার বাট বাজেয়াপ্ত করেছিল বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে প্রায় চার লক্ষ টাকার রূপোর গয়না-সহ এক পাচারকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ।

আরও পড়ুন : Firearms seized in Indo-Bangladesh Border : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

বিএসএফ সূত্রে খবর, করোনার বিধিনিষেধে শিথিলতা আসতেই আবার বসিরহাট এবং স্বরূপনগর সীমান্তে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে । গত এক মাসেরও বেশি সময় ধরে বারবার তা স্পষ্ট হয়েছে । ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বিএসএফের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.