ETV Bharat / bharat

Nirmala Attacks Congress : একটি পরিবারের লাভ ছাড়া কংগ্রেসের আর কোনও লক্ষ্য ছিল না, কটাক্ষ নির্মলার

author img

By

Published : Feb 11, 2022, 2:31 PM IST

শুক্রবার রাজ্যসভায় ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানেই তিনি কংগ্রেসকে আক্রমণ করেন (Nirmala Attacks Congress) ৷
fm sitharaman says congress had no vision except benefiting one family
Nirmala Attacks Congress : একটি পরিবারের লাভ ছাড়া কংগ্রেসের আর কোনও লক্ষ্য ছিল না, কটাক্ষ নির্মলার

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি : কংগ্রেসের কোনও নীতি নেই ৷ তারা শুধু একটিই পরিবারকে সুবিধা পাইয়ে দেওয়া ছাড়া আর কিছুই করেনি ৷ শুক্রবার রাজ্যসভায় এভাবেই কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman Attacks Congress) ৷ তাঁর দাবি, ‘‘আগামী 25 বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ সেই কারণেই আমরা এই সময়কে অমৃত কাল বলছি ৷ ভারতের 100 বছরে যদি আমাদের কোনও লক্ষ্য না থাকে, তাহলে আমাদের সেই পরিণতি হবে যা প্রথম 70 বছরের মধ্যে কংগ্রেস শাসিত 65 বছরে হয়েছিল ৷ একটি পরিবারকে সাহায্য করা, লাভবান করা ছাড়া তাদের আর কোনও লক্ষ্য ছিল না (FM Sitharaman says Congress had no vision except benefiting one family) ৷’’

প্রসঙ্গত, 2022-23 আর্থিক বছরের বাজেট (Union Budget 2022) পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমৃত কালের বিষয়টি উল্লেখ করেন ৷ এবার ভারতের স্বাধীনতার 75তম বর্ষ চলছে ৷ এখান থেকে স্বাধীনতা অর্জনের শতবর্ষের পৌঁছানো পর্যন্ত সময়কেই তিনি অমৃত কাল বলে উল্লেখ করেন ৷ সেই সময়কালে মোদি সরকার কী কী করতে চায়, তার ব্যাখ্যাও ছিল বাজেটে ৷ সেই প্রসঙ্গ টেনেই এদিন কংগ্রেসের সমালোচনা করেন নির্মলা ৷

একই সঙ্গে তিনি জানান, বাজেট হল গত বছরের নীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করা ৷ সেটাই সুনিশ্চিত করা মোদি সরকারের লক্ষ্য ৷ এবারের বাজেটে সেটাই বজায় রাখা হয়েছে ৷ দেশের আর্থিক বৃদ্ধির দিকে নজর রেখে স্বাধীনতার 100 বছরের জন্য নীতি প্রণয়ন করা হয়েছে ৷

কৃষিক্ষেত্রকে মোদি সরকার (Modi Government) আধুনিক করতে চায় বলেও নির্মলা সীতারমন জানিয়েছেন ৷ সেই কারণে কৃষিক্ষেত্রে ড্রোনের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন : PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, লোকসভায় তুলোধোনা প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.