ETV Bharat / bharat

PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, লোকসভায় তুলোধোনা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Feb 7, 2022, 6:21 PM IST

Updated : Feb 7, 2022, 7:41 PM IST

বাজেট অধিবেশনে সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেই বক্তৃতায় তিনি কংগ্রেসকে চড়া ভাষায় আক্রমণ করেন ৷

pm modi criticises congress through his speech at lok sabha
PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, কটাক্ষ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি : লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (pm modi criticises congress through his speech at lok sabha) ৷ সোমবার তিনি বললেন, ‘‘এতবার হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি ৷

গত সোমবার থেকে বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ ওই অধিবেশনের শুরুতে প্রথামাফিক ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ৷ সেই ভাষণের ধন্যবাদ দিতে আজ লোকসভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Motion of Thanks on the President Address) ৷ সেখানেই তিনি কংগ্রেসকে আক্রমণ করেন ৷

‘অহঙ্কারি কংগ্রেস’

প্রধানমন্ত্রী এদিন নিজের ভাষণে কংগ্রেসের নির্বাচনী ইতিহাস তুলে ধরেন ৷ কোন কোন রাজ্যে কংগ্রেস শেষ কবে ভোটে জিতেছে, তার উদাহরণ দেন তিনি ৷ তাঁর অভিযোগ, দেশে অনেক পরিবর্তন হয়েছে ৷ কিন্তু কংগ্রেস তা দেখতে পায় না ৷ কারণ, তাদের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই ৷

কংগ্রেসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা 2014 সালে আটকে রয়েছেন ৷ দেশের জনতা আপনাদের চিনে নিয়েছে ৷ কিছু লোক আগামিদিনেও চিনে নেবে ৷’’ কিন্তু তার পরও কংগ্রেসের অহঙ্কার যায়নি বলে তিনি তোপ দাগেন ৷

পরিযায়ী শ্রমিক সংকট

করোনার প্রথম পর্যায়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তার দায় এদিন প্রধানমন্ত্রী কংগ্রেসের উপরই চাপিয়েছেন ৷ তাঁর দাবি, করোনাকে দলগত রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে ৷ যখন সবাইকে ঘরে থাকতে বলা হয়েছিল, তখন মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের টিকিট দেওয়া হয়েছে বাড়ি যাওয়ার জন্য ৷ তাঁদের অন্য রাজ্যে পাঠিয়ে করোনা বাড়িয়েছে ৷ এভাবে আতঙ্ক বাড়ানো হয়েছে ৷ এটা করে পাপ করা হয়েছে ৷ দিল্লির সরকারও একই কাজ করেছে ৷

মোদিই কংগ্রেসের প্রাণশক্তি

এদিনের ভাষণে বারবার কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সরকারের কাজের প্রশংসা করতে করতেও তিনি কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন ৷ তাঁর দাবি, বিরোধীরা ভেবেছিল করোনার জন্য মোদির ভাবমূর্তি মলিন হয়ে যাবে ৷ তাই করোনার সময় দেশের বদনাম করা হয়েছে ৷

কংগ্রেসকে উদ্দেশ্যে করে মোদির প্রশ্ন, মোদির বিরোধিতা করা হচ্ছে, হোক ৷ কিন্তু যোগাসনের বিরোধিতা কেন ? ফিট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা কেন ? সেই থেকে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘‘মোদি আপনাদের প্রাণশক্তি ৷ মোদি মোদি না করে আপনারা থাকতে পারেন না ৷’’

‘100 বছরে ক্ষমতায় ফিরতে চায় না কংগ্রেস’

প্রধানমন্ত্রীর কথায়, এমএসএমই, মুদ্রা যোজনা, দেশকে স্বনির্ভর করেছে ৷ প্যানডেমিকের পর বিশ্ব অন্য দিশায় যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে হবে ৷

একই সঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা যেভাবে কথা বলেন, তা দেখে মনে হচ্ছে, আপনারা 100 বছর ক্ষমতায় ফিরতে চান না ৷ আপনারা তৈরি তো আমিও তৈরি ৷’’ কংগ্রেস কৃষকদের সমস্যাও বুঝতে পারে না বলেও তিনি কটাক্ষ করেন ৷

আরও পড়ুন : Narendra Modi On Up Women: বিজেপি সরকার ইউপিতে মহিলাদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছে : মোদি

Last Updated : Feb 7, 2022, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.