Pawar Slams Centre: বিরোধীদের বিরুদ্ধে মামলা, তাঁদের গ্রেফতার করাই বোধহয় কেন্দ্রের প্রধান প্রকল্প: পাওয়ার

author img

By

Published : Sep 21, 2022, 3:44 PM IST

Filing cases and arresting opposition leaders seem Centre flagship project: Sharad Pawar

বিরোধী দলের (Opposition leaders) নেতাদের বিরুদ্ধে মামলা করা ও তাঁদের গ্রেফতার করাই বোধহয় কেন্দ্রের প্রধান প্রকল্প (Pawar Slams Centre)৷ বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)৷

মুম্বই, 21 সেপ্টেম্বর: বিরোধী দলের নেতাদের (Opposition leaders) বিরুদ্ধে মামলা দায়ের করা ও তাঁদের গ্রেফতার করাই মনে হয় কেন্দ্রের একটি প্রধান প্রকল্প (Pawar Slams Centre)৷ নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)৷

তিনি বলেছেন, "আপনি যদি আজকের খবরের কাগজ দেখেন, তাহলে দেখবেন সেখানে বিস্তারিত ভাবে দেওয়া আছে যে কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী দল ও তাদের নেতাদের উপর সক্রিয়তা বাড়িয়ে দিয়েছে ৷ এটাই মনে হচ্ছে যে, বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা ও তাঁদের গ্রেফতার করাটাই কেন্দ্রের একটা উল্লেখযোগ্য প্রকল্প (Centre flagship project)৷"

কেন্দ্রকে বিঁধে পাওয়ার আরও বলেছেন যে, "কোনও নির্বাচনের ফল সম্পর্কে যখনই তাদের মনে কোনও সন্দেহ থাকে, তখনই তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই কাজগুলি করে থাকে ৷ সমাজের মূল সমস্যা ও চ্যালেঞ্জগুলিকে পাশে সরিয়ে রাখা হয় ৷" রাজনৈতির ভাবেই এই পদক্ষেপের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শরদ পাওয়ার ৷

আরও পড়ুন: দিল্লির শাসকের সামনে মাথা নত নয় ! হুঁশিয়ারি শরদের

মুম্বইয়ের পাত্র চাওল পুনর্নির্মাণ প্রকল্প মামলায় অভিযুক্ত শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত ৷ সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বলেছেন, 2008-2009 সালে এলাকার কয়েকজন বাসিন্দা বসতবাড়ির পুর্নির্মাণের জন্য স্থানীয় রাজনীতিকদের দিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের কাছে আবেদন জানিয়েছিলেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে শরদ পাওয়ারকে একটি নোটিশ দিয়েছিল ইডি ৷ তবে পরে এই কেন্দ্রীয় সংস্থা বলেছিল যে, এই মামলার তদন্তে পাওয়ারকে হাজিরা দেওয়ার দরকার নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.