Sharad Pawar: দিল্লির শাসকের সামনে মাথা নত নয় ! হুঁশিয়ারি শরদের

author img

By

Published : Sep 11, 2022, 10:22 PM IST

Sharad Pawar says he Will never surrender before rulers of Delhi

রবিবার দিল্লিতে আয়োজিত দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি (Nationalist Congress Party) বা এনসিপি (NCP)-এর সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ বললেন, কোনও অবস্থাতেই দিল্লির শাসকদের সামনে মাথা নত করবেন না তিনি ৷

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: তাঁর দল কোনওদিনই দিল্লির শাসকের সামনে মাথা নত করবে না ! রবিবার একথা বলেন ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি (Nationalist Congress Party) বা এনসিপি (NCP)-এর সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ প্রসঙ্গত, বর্তমানে দেশের সর্বত্রই অ-বিজেপি বা বিজেপি-বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থা ৷ ইতিমধ্য়েই অনেককে গ্রেফতারও করা হয়েছে ৷ এমন একটি সময় শরদের এমন মন্তব্য নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷

এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে সরব হন শরদ ৷ দিল্লিতে আয়োজিত দলের অষ্টম জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় শরদ বলেন, সম্প্রতি কৃষক আন্দোলন দমন করতে গিয়ে কেন্দ্র যে আচরণ করেছে, তা কখনই সমর্থনযোগ্য হতে পারে না ৷ পাশাপাশি, সংখ্য়ালঘুদের উপর অত্য়াচার নিয়েও সরব হয়েছেন এই প্রবীণ নেতা ৷ এদিনের ভাষণে শরদ বলেন, "দেশের বর্তমান সরকারকে আমরা গণতান্ত্রিক পথেই চ্য়ালেঞ্জ জানাব ৷ তারা ইডি, সিবিআই-এর মতো সংস্থাগুলির অপব্যবহার করছে ৷ টাকার অপব্যবহার করা হচ্ছে ৷" ইতিমধ্য়েই সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি-সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ইডি, সিবিআই-এর জেরার মুখে পড়তে হয়েছে ৷ রবিবার এর বিরুদ্ধে সরব হয়েছেন শরদ পাওয়ার ৷

আরও পড়ুন: এবার রাজস্থানের নাম বদলে কর্তব্যস্থান করে দিন ! কেন্দ্রকে কটাক্ষ শশীর

তবে, শুধুমাত্র শরদ পাওয়ারই নন, কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার অপব্যবহার নিয়ে আগেও অন্য়ান্য বিরোধী দলের নেতা, নেত্রীরা প্রতিবাদ করেছেন ৷ যদিও মোদি সরকারের বক্তব্য হল, তারা মোটেও ক্ষমতার অপব্যবহার করছে না ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নানা সময় একাধিক দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তারই তদন্ত করা হচ্ছে ৷ বস্তুত, যা হচ্ছে, তা আইন মেনেই করা হচ্ছে ৷ কিন্তু বিজেপি-বিরোধীরা এই তত্ত্ব মানতে নারাজ ৷ তাদের পালটা বক্তব্য, শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধেই কেন তৎপর ইডি, সিবিআই ? কেন বিভিন্ন ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনও তদন্ত করা হচ্ছে না ? রবিবার কার্যত একই অভিযোগ তুলেছেন শরদ পাওয়ারও ৷

এই প্রসঙ্গে শরদ এদিন বলেন, "এই হল সেই জায়গা, যেখানে বাজিরাও পেশোয়া তাঁর শিবির গড়েছিলেন ৷ 1737 সালে এই জায়গায় দাঁড়িয়েই দিল্লির শাসককে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি ৷" শরদের এই মন্তব্যকে ইঙ্গিতবাহী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তিনি নিজেকে কার্যত বাজিরাওয়ের সঙ্গে তুলনা করতে চেয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.