ETV Bharat / bharat

Molestation in Train: চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লীলতাহানি, বরেলিতে গ্রেফতার জিআরপি-র কনস্টেবল

author img

By

Published : Jan 14, 2023, 2:04 PM IST

উত্তরপ্রদেশের পিলভিটে চলন্ত ট্রেনে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে (Allahabad University Girl Student Molested) ৷ অভিযুক্ত জিআরপির-র কনস্টেবল ৷ তাঁকে গ্রেফতার করা করা হয়েছে ৷

Molestation in Train
Molestation in Train

পিলভিট (উত্তরপ্রদেশ), 15 জানুয়ারি: রক্ষকই ভক্ষক ! জিআরপির এক কনস্টেবলের বিরুদ্ধে চলন্ত ট্রেনে এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে (Molestation in Triveni Express) ৷ নির্যাতিতা ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের বিএ-র ছাত্রী ৷ তিনি বরেলি জিআরপি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ অভিযুক্তের নাম তৌফিক আহমেদ ৷

চলন্ত ট্রেনে শ্লীলতাহানি: ঘটনাটি শুক্রবারের ৷ ওইদিন ছাত্রীটি প্রয়াগরাজ থেকে পিলভিট যাচ্ছিলেন ত্রিবেণী এক্সপ্রেসে ৷ তিনি ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে প্রয়াগরাজেই থাকেন ৷ পিলভিটে তাঁর বাড়ি ৷ কলেজে ছুটি পড়ায় তিনি বাড়ি ফিরছিলেন ৷ ছাত্রীর অভিযোগ, তিনি ট্রেনের এস-7 সংরক্ষিত কামরায় ছিলেন ৷ বরেলি জংশনে অধিকাংশ যাত্রী নেমে যান ৷ ফলে কামরা প্রায় খালি হয়ে যায় ৷ সেই সময় খাকি উর্দি পরা এক ব্যক্তি কামরায় ওঠেন ৷

Bareli Jn Rail Station
বরেলি জংশন স্টেশন

তিনি ছাত্রীটির কাছে বসেন ৷ তার পর ছাত্রীটির শ্লীলতাহানি করেন ৷ কামরা ফাঁকা থাকায় তাঁকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি ৷ ফলে নির্যাতিতা পাশের কামরায় যান ৷ সেখানে বেশ কয়েকজন মহিলা ছিলেন ৷ তাঁরাও ওই ছাত্রীকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ ৷ ছাত্রীর দাবি, শেষে মরিয়া হয়ে তিনি অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার কথা বলেন ৷ তাতেও অভিযুক্ত দমেননি ৷ বরং ছাত্রীর লাগেজ ট্রেন থেকে ফেলে দেন ৷ তার পর ট্রেনের গতি কম থাকার সুযোগ নিয়ে তিনি স্টেশনে নেমে যান ৷

Bareli Jn GRP
বরেলি জংশন জিআরপি থানা

জিআরপি থানায় অভিযোগ দায়ের: শুক্রবার চলন্ত ট্রেনে ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের এক বিএ ছাত্রীকে শ্লীলতাহানির জন্য বরিলির পুলিশ লাইনে নিযুক্ত কনস্টেবল তৌফিক আহমেদের বিরুদ্ধে জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । বরেলি জংশন জিআরপি স্টেশনের পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করেছে (GRP Constable arrested in Pilibhit) ।

আরও পড়ুন: দিল্লির থানায় মহিলার 'শ্লীলতাহানি', অভিযুক্ত পুলিশ কর্মী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.