ETV Bharat / bharat

Molestation Case: দিল্লির থানায় মহিলার 'শ্লীলতাহানি', অভিযুক্ত পুলিশ কর্মী !

author img

By

Published : Nov 26, 2022, 10:49 AM IST

থানার মধ্যে পুলিশ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দিল্লিতে (Molestation Case) ৷ ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে একজন সিনিয়র পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে হেনস্থার অভিযোগও দায়ের হয়েছে ৷

Molestation Case
Molestation Case

নয়াদিল্লি, 26 নভেম্বর: থানায় অভিযোগ জানাতে এসে শ্লীলতাহানির 'শিকার' এক মহিলা (Molestation Case) ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির মহেন্দ্র পার্ক থানায় ৷ এই ঘটনায় এক পুলিশ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে ৷

ঘটনার সূত্রপাত হয় 18 নভেম্বর ৷ সেদিন এক মহিলা মহেন্দ্র পার্ক থানায় অভিযোগ দায়ের করতে আসেন ৷ তখনই তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে ওই মহিলা দিল্লি পুলিশকে (Delhi Police) পিসিআরে কল করে জানান ৷ তিনি অভিযোগ করেন, দু'জন ব্যক্তি মহেন্দ্র পার্ক থানায় তাঁর শ্লীলতাহানি করেছে ৷

এরপরেই জানা যায়, অভিযুক্তরা হলেন অনিল এবং রবি শর্মা নামের দুই ব্যক্তি ৷ তাঁরা মহেন্দ্র পার্ক এলাকার বাসিন্দা ৷ অভিযুক্ত অনিল দিল্লি পুলিশের কর্মী এবং তিনি আজাদপুর মেট্রো স্টেশনে কর্মরত । অনিল, অভিযোগকারী মহিলা এবং অপর অভিযুক্তকে থানায় আনা হয় ৷ এরপরই অনিল তদন্তের সময় অভিযোগকারীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করে । অনিল মহেন্দ্র পার্ক থানার এসএইচওকে মারধর করেছে বলেও পুলিশ জানিয়েছে ।

জানা গিয়েছে, মহিলা পুলিশ কর্মীদের উপস্থিতিতে অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হচ্ছিল ৷ সেসময় হঠাৎ অনিল থানার ভিতরে মহিলা অভিযোগকারীকে গালিগালাজ করতে শুরু করে ৷ পুলিশ কর্মীরা অনিলকে শান্ত করার চেষ্টা করে ৷ কিন্তু তিনি কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন । মহেন্দ্র পার্কের এসএইচও অভিযুক্তকে শান্ত করার চেষ্টা করেন ৷ তিনি ওই মহিলা অভিযোগকারীর কাছ থেকে তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন । কিন্তু অভিযোগ, অনিল কারও কথা শোনেন না ৷ মহেন্দ্র পার্কের এসএইচওকে মারধর করতে শুরু করেন তিনি (Molestation case registered against police personnel) ৷

আরও পড়ুন: আড়াই বছরের শিশুকে 'ধর্ষণ', অভিযুক্ত বাংলার পরিযায়ী শ্রমিক

শেষে অনিলকে পুলিশ কর্মীদের সাহায্যে আটকানো হয় ৷ পরে জানা যায়, অনিল একজন দিল্লি পুলিশের কর্মী এবং আজাদপুর মেট্রো স্টেশনে কর্মরত ৷ দিল্লি পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে একজন সিনিয়র পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে হেনস্থার মামলা দায়ের করেছে । পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.