ETV Bharat / bharat

ED Arrests Nephew of Punjab CM : গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানি

author img

By

Published : Feb 4, 2022, 11:17 AM IST

Punjab Assembly Election News
গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানি

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করল ইডি (ED Arrests Nephew of Punjab CM in Money Laundering Case) ৷ তাঁর বিরুদ্ধে পঞ্জাবের বর্ডার এলাকার বেআইনিভাবে বালি পাচারের টাকা হাওয়ালা মারফত পাচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার গভীর রাতে ভূপিন্দরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এই সংস্থা ৷

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি : পঞ্জাবে বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election 2022) আগে অস্বস্তিতে কংগ্রেস ৷ হাওয়ালা মামলায় জড়িত থাকার অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর চরণজিৎ সি চান্নির শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Arrests Nephew of Punjab CM in Money Laundering Case) ৷ শুক্রবার সকালে ইডির তরফে জানানো হয়েছে, বেআইনি বালি পাচারের টাকা হাওয়ালা মারফত পাচারে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

বৃহস্পতিবার গভীর রাতে ভূপিন্দর সিং হানিকে হাওয়ালা আইনে গ্রেফতার করা হয়েছে (ED Arrests Nephew of Punjab CM Charanjit Singh Channi) ৷ গত 18 জানুয়ারি কেন্দ্রীয় সংস্থার তরফে ভূপিন্দরের বাড়িতে তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশিতে নগদ 8 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে ৷ ওই টাকার কোনও হিসেব নাকি ভূপিন্দর সিং হানি দিতে পারেননি ৷

আরও পড়ুন : Punjab Assembly Election 2022 : পঞ্জাবের 86 আসনে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, লড়ছেন চান্নি, সিধু

অন্যদিকে, ভূপিন্দরের গ্রেফতারিতে বেশ অস্বস্তিতে পড়েছে পঞ্জাব কংগ্রেস ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির শ্যালিকার ছেলে ভূপিন্দর ৷ ফলে 20 ফেব্রুয়ারি সে রাজ্যে হতে চলা নির্বাচনের আগে এই ঘটনা কংগ্রেসের ভাবমূর্তিতে যে বড় প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা না হয়নি ৷ তবে, পঞ্জাব কংগ্রেসের অন্দরের গুঞ্জন ভোটের আগে ফের একবার প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে বিজেপি ৷ আর সেই কাজে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছেন মোদি-শাহ জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.