ETV Bharat / bharat

Bomb Threat at Delhi Airport: ইন্দিরা গান্ধি বিমানবন্দরে বোমাতঙ্ক, মস্কো থেকে আসা বিমানে তল্লাশিতে মিলল না কিছুই

author img

By

Published : Oct 14, 2022, 10:03 AM IST

Updated : Oct 14, 2022, 3:58 PM IST

Delhi IGI Airport on Alert After Bomb Threat on Flight from Moscow
Delhi IGI Airport on Alert After Bomb Threat on Flight from Moscow

মস্কো থেকে আসা বিমানে বোম রাখা রয়েছে (Bomb Threat on Flight from Moscow) ৷ বৃহস্পতিবার রাতে এমনই একটি ইমেলে আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে (Delhi IGI Airport on Alert After Bomb Threat) ৷ যদিও, ভোররাতে মস্কো থেকে আসা বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক (Delhi IGI Airport on Alert After Bomb Threat) ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাতে একটি ইমেলের মাধ্যমে একটি হুমকি বার্তা আসে ৷ সেখানে লেখা ছিল, মস্কো থেকে দিল্লি আসা একটি বিমানে বোমা রাখা আছে (Bomb Threat on Flight from Moscow) ৷ সেই হুমকি ইমেলের পরেই নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয় ৷ সেই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আটোসাঁটো করা হয় ৷ ইন্দিরা গান্ধি বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে সেটিতে তল্লাশি চালানো হয় ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মস্কো থেকে আসা বিমানটি ভোর রাত 3টে 20 মিনিটে দিল্লিতে অবতরণ করে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাত 11টা 15 মিনিটে তাদের কাছে তথ্য আসে যে, মস্কো থেকে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে আসা বিমানে বোমা রয়েছে ৷ এর পর ভোর রাত 3টে 20 মিনিটে এসইউ232 বিমানটি 29 নম্বর রানওয়েতে অবতরণ করে ৷ সেখানে বিমানে থাকা 386 জন যাত্রী এবং 16 জন ক্রিউ মেম্বারকে বিমান থেকে নামানো হয় ৷ এর পর পুরো বিমানটি পরীক্ষা করা হয় ৷ কিন্তু, কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার হয়নি ৷ পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে ৷’’

আরও পড়ুন: ভারতীয় আকাশসীমায় ইরানের বিমানে বোমাতঙ্ক, অভিমুখ ঘোরাতে আসরে বায়ুসেনা

তবে, এটা প্রথম ঘটনা নয় বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এর আগে 10 সেপ্টেম্বর লন্ডনগামী একটি বিমানে বোম রয়েছে এমন উড়ো ফোন আসে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) ৷ সেই ফোন কলে বলা হয়েছিল, লন্ডনগামী একটি বিমানে বোম রাখা রয়েছে ৷ ফোনর উলটো দিক থেকে বলা হয়েছিল, সেটি এনসিআর এলাকার রনহোলা পুলিশ স্টেশন থেকে ফোন করা হয়েছে ৷ সেই ফোন কলের জেরে বহু বিমানের উড়ানে ও অবতরণে দেরি হয়েছিল ৷

Last Updated :Oct 14, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.